পটাশপুর, 14 অক্টোবর : ছেলে অপরাধ করেছে, ছেলেকে পাওয়া যায়নি । তাহলে ছেলের বাবাকে ধরো । কিন্ত বাবা মৃত, তাহলে কাকা তো আছে । সরকারের কাছে কাউকে একজনকে ধরে হাজিরা দেখাতে হবে বলে পুলিশ তাঁকেই ধরে আনলেন থানায় । আর সেই নিরীহ কাকার মৃত্যু হল পুলিশের অত্যচারে । এমনটাই অভিযোগ মৃতের পরিবারের । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের পটাশপুর থানার কনকপুর গ্রামে ।
চলতি বছরের 21 জুলাই কনকপুর গ্রামের যুবক কিশোর ঘোড়ই পাশের গ্রামের বাসুদেরপুর এলাকার গৌরাঙ্গ পাখুরিয়ার মেয়েকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ । মেয়ের বাপের বাড়ির লোকেরা 24 জুলাই পটাশপুর থানায় অভিযোগ করেন । সেই অভিযোগের ভিত্তিতে ছেলে ও তাঁর মা পুলিশের ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায় । দীর্ঘদিন খোঁজাখোঁজির পর মা ও ছেলেকে না পেয়ে, আলাদা করে থাকা ছেলের কাকু মদন কুমার ঘোড়ইকে পুলিশ গত মাসের 26 তারিখে গ্রেপ্তার করে । তারপর তাঁকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে, আদালত 14 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন । কাঁথি উপ সংশোধনাগারে থাকার সময় মদনবাবু অসুস্থ হয়ে পড়লে প্রথমে কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । তারপর অবস্থা অবনতি হলে তাঁকে কলকাতা রেফার করা হয় ।
গতকাল পটাশপুর থানার পুলিশ মদনবাবুর মৃত্যুর খবর বাড়িতে দিলে পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন । পরিবারের অভিযোগ, পুলিশি হেপাজতে থাকাকালীন মদনবাবুকে ব্যাপক মারধর করা হয় । এবং সেখানেই তিনি গুরুতর জখম হন । তার জেরেই অসুস্থ হয়ে হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে ।