পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাবালিকাকে অপহরণের অভিযোগে প্রাণ দিয়ে খেসারত অভিযুক্তের কাকার - তৃণমূল নেতা তাপস মাঝি

পটাশপুর থানা এলাকায় নাবালিকাকে অপহরণের অভিযোগে অভিযুক্ত কিশোর ঘোড়ই পলাতক । অগত্যা তফাতে থাকা অভিযুক্তর কাকা মদনকুমার ঘোড়ইকে গ্রেপ্তার করল পটাশপুর থানার পুলিশ । গতকাল মদনবাবুর মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন । পরিবারের অভিযোগ, পুলিশি হেপাজতে থাকাকালীন মদনবাবুকে ব্যাপক মারধর করা হয় । তার জেরেই অসুস্থ হয়ে হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে ।

uncle lost his life due to kidnapping allegation against nephew in purba medinipur
নাবালিকাকে অপহরণের অভিযোগে প্রাণ দিয়ে খেসারত অভিযুক্তের কাকার

By

Published : Oct 14, 2020, 10:09 PM IST

পটাশপুর, 14 অক্টোবর : ছেলে অপরাধ করেছে, ছেলেকে পাওয়া যায়নি । তাহলে ছেলের বাবাকে ধরো । কিন্ত বাবা মৃত, তাহলে কাকা তো আছে । সরকারের কাছে কাউকে একজনকে ধরে হাজিরা দেখাতে হবে বলে পুলিশ তাঁকেই ধরে আনলেন থানায় । আর সেই নিরীহ কাকার মৃত্যু হল পুলিশের অত্যচারে । এমনটাই অভিযোগ মৃতের পরিবারের । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের পটাশপুর থানার কনকপুর গ্রামে ।

চলতি বছরের 21 জুলাই কনকপুর গ্রামের যুবক কিশোর ঘোড়ই পাশের গ্রামের বাসুদেরপুর এলাকার গৌরাঙ্গ পাখুরিয়ার মেয়েকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ । মেয়ের বাপের বাড়ির লোকেরা 24 জুলাই পটাশপুর থানায় অভিযোগ করেন । সেই অভিযোগের ভিত্তিতে ছেলে ও তাঁর মা পুলিশের ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায় । দীর্ঘদিন খোঁজাখোঁজির পর মা ও ছেলেকে না পেয়ে, আলাদা করে থাকা ছেলের কাকু মদন কুমার ঘোড়ইকে পুলিশ গত মাসের 26 তারিখে গ্রেপ্তার করে । তারপর তাঁকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে, আদালত 14 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন । কাঁথি উপ সংশোধনাগারে থাকার সময় মদনবাবু অসুস্থ হয়ে পড়লে প্রথমে কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । তারপর অবস্থা অবনতি হলে তাঁকে কলকাতা রেফার করা হয় ।

গতকাল পটাশপুর থানার পুলিশ মদনবাবুর মৃত্যুর খবর বাড়িতে দিলে পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন । পরিবারের অভিযোগ, পুলিশি হেপাজতে থাকাকালীন মদনবাবুকে ব্যাপক মারধর করা হয় । এবং সেখানেই তিনি গুরুতর জখম হন । তার জেরেই অসুস্থ হয়ে হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে ।

যদিও অভিযুক্ত যুবক ও নাবালিকার এখনও পর্যন্ত কোনও সন্ধান পাইনি পুলিশ । এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । পরিবার ও গ্রামবাসীর অভিযোগ, মেয়ের পরিবারের বাবা আত্মীয়রা ধনী হওয়ায় পুলিশ টাকা খেয়ে এমন কাজ করেছে । BJP-র কাঁথির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন , "ছেলে ও তাঁর কাকা BJP করত । এমনকী তাঁরা খুব গরিব । মেয়ের পরিবার তৃণমুল করে ধনী হয়েছে তাই পুলিশকে কাজে লাগিয়ে এমন কাজ করেছে ।"

যদিও বিষয়টি অস্বীকার করে তৃণমূল নেতা তাপস মাঝি বলেন, "যেকোনও মৃত্যু দুঃখজনক । BJP সবসময় মৃত্যু নিয়ে রাজনীতি করছে । এখানে তৃণমূলের কোন ব্যাপার না । 17 বছরের এক নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছিল । অসুস্থ অবস্থায় মারা যান । এতে তৃণমূলের কী করার আছে ?"

যদিও পটাশপুর থানার OC চন্দ্রকান্ত শাসমল ও পুলিশ আধিকারিকদের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details