পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Prisoner Escape : যানজটে আটকে থাকা পুলিশ ভ্যান থেকে উধাও দুই বিচারাধীন বন্দি

গাড়িতে নিয়ে আসা হচ্ছিল বন্দিদের ৷ সুযোগ বুঝে পুলিশ ভ্যানের পিছন দিক থেকে পালিয়ে যায় 2 জন ৷ তাদের ধরার চেষ্টা করলেও ব্যর্থ হয় পুলিশ ৷

তমলুক ফৌজদারী আদালত
তমলুক ফৌজদারী আদালত

By

Published : Aug 3, 2021, 4:32 PM IST

তমলুক, 3 অগস্ট : যানজটে গাড়ি আটকে থাকার সুযোগ নিয়ে পালাল দুই বিচারাধীন বন্দি ৷ তাদের তমলুক জেলা আদালতে আনা হচ্ছিল ৷ তারা পথে গাড়ির রড বেঁকিয়ে লাফ মেরে পালায় বলে অভিযোগ । জেলাজুড়ে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে ৷

মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে বিভিন্ন মামলায় অভিযুক্তদের তমলুক জেলা আদালতে নিয়ে আসা হচ্ছিল ৷ পথে তমলুক শহরের কাছে যানজটের মধ্যে আটকে যায় পুলিশ ভ্যানটি ৷ সেই সময় পুলিশ ভ্যানের পিছনের দিকে থাকা দুই অভিযুক্ত পুলিশি নজর এড়িয়ে ভ্যান থেকে উধাও হয়ে যায় ৷ তারা মাদক মামলায় অভিযুক্ত ৷ তমলুক শহরজুড়ে চলছে তল্লাশি ।

আরও পড়ুন : Political Murder : খয়রাশোলে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার

পুলিশ ভ্যানে থাকা কর্তব্যরত পুলিশ আধিকারিক পঙ্কজ বাঙাল জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে ৷ পশ্চিম মেদিনীপুরের সংশোধনাগার থেকে তাদের আনা হচ্ছিল ৷ একজনের নাম বিশাল দাস, অন্যজন অনিমেষ বেরা ৷ জেলখানার কাছে তারা রড বেঁকিয়ে পালিয়ে গিয়েছে বলে অভিযোগ ৷ তাদের ধরার চেষ্টা করলেও নাগাল পাওয়া যায়নি ৷ তিনি বলেন, "জেলার বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চলছে ৷ চেষ্টা করছি দ্রুত ধরার জন্য ৷ তাদের বাড়ি আর অন্যান্য জায়গায় কিছু স্পেশাল টিম দেওয়া হয়েছে ৷" ওই ভ্যানে মোট 9 জন আসামী ছিল বলে জানিয়েছেন তিনি ৷ 6 জন পুরুষ কনস্টেবল, 2 জন মহিলা কনস্টেবল ছিলেন ওই গাড়িতে ৷ আপাতত পলাতকদের ধরে কোর্টে হাজির করাটাই বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি ৷

গত বছর হলদিয়ার ব্রজলালচকের ওই দুই ব্যক্তিকে মাদক পাচার কাণ্ডে গ্রেফতার করা হয় । তারপর থেকে মামলা চলছে তমলুক জেলা আদালতে । মঙ্গলবার ওই দুই ব্যক্তিকে তমলুক জেলা আদালতে তোলার কথা ছিল । তমলুক শহর থেকে এভাবে মামলায় অভিযুক্ত ব্যক্তি পালানোয় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

ABOUT THE AUTHOR

...view details