পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 1, 2020, 11:05 PM IST

ETV Bharat / state

লাইনে বসে মোবাইল দেখা, রেলে কাটা পড়ে মৃত 2

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার বিরামপুরের কাছে দিঘা হাওড়া রেল লাইনে আজ এই দুর্ঘটনা ঘটে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রামনগর থানার পুলিশ এবং দিঘা রেল পুলিশ । পুলিশ দুই মৃতদেহ উদ্ধার করে । রামনগর থানার বিরামপুর গ্রামের বাসিন্দা ছিলেন অপূর্ব দাস । সুব্রত পাত্রের বাড়ি ছিল তার পাশের গ্রাম ফতেপুরে । এই তরুণ যুবকদের মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

digha
digha

রামনগর , 1 জানুয়ারি : রেললাইনের উপর বসে মোবাইলে ব্যস্ত ছিলেন দুই বন্ধু । এইসময়ই দিঘা-কান্ডারি এক্সপ্রেস সেই লাইন দিয়ে যাচ্ছিল । ধাক্কা লাগে ওই দুই যুবকের । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁদের । মৃত দুই যুবকের নাম অপূর্ব দাস (19) সুব্রত পাত্র (17) ।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার বিরামপুরের কাছে দিঘা হাওড়া রেল লাইনে আজ এই দুর্ঘটনা ঘটে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রামনগর থানার পুলিশ এবং দিঘা রেল পুলিশ । পুলিশ দুই মৃতদেহ উদ্ধার করে । রামনগর থানার বিরামপুর গ্রামের বাসিন্দা ছিলেন অপূর্ব দাস । সুব্রত পাত্রের বাড়ি ছিল তার পাশের গ্রাম ফতেপুরে । এই তরুণ যুবকদের মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

পুলিশ সূত্রে খবর, রেল লাইনের উপর বসে মোবাইলে ব্যস্ত ছিলেন ওই দুই যুবক । ইয়ার ফোন অন থাকার কারণে তাঁরা শুনতেও পায়নি । তাই এই ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা ।

ABOUT THE AUTHOR

...view details