পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোলাঘাটে পথ দুর্ঘটনায় মৃত 2 - কোলাঘাটে পথ দুর্ঘটনায় মৃত 2

কোলাঘাটের শরৎ সেতুতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের । ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

died
মৃত

By

Published : Nov 28, 2019, 5:44 AM IST

কোলাঘাট, 28 নভেম্বর : একটা আওয়াজ শুনতে পেয়ে সেতুর অপর পারের স্থানীয়রা ছুটে এসেছিল । তারা এসে দেখে গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছে দু'যুবক । তাঁদের হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় । নাম শেখ ইমরান আলি(25) ও দেবাশিস মান্না(24) । কোলাঘাত শরৎ সেতুর ঘটনা । কোলাঘাট ফেরার পথে তাঁরা দুর্ঘটনার শিকার হয়েছেন বলে মনে করছে পুলিশ ও স্থানীয়রা ।

ইমরান ও দেবাশিস দুই বন্ধু । গতকাল দেউলটি থেকে কোলাঘাট ফিরছিল । স্থানীয়দের অনুমান, তখনই কোলাঘাট শরৎ সেতুর উপর কোনও একটি গাড়ি তাঁদের বাইকটিকে ধাক্কা মারে । আর তাতেই গুরুতর আহত হন তাঁরা । পরে খবর পেয়ে ঘটনাস্থানে কোলাঘাট থানার পুলিশ পৌঁছায় । দুই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় । তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই মৃত্যু হয় তাঁদের ।

কোলাঘাট থানার OC জানিয়েছেন, পিছন থেকে আসা কোনও গাড়ির ধাক্কায় আহত হন দুই যুবক । CCTV ফুটেজ খতিয়ে ঘাতক গাড়িটির তল্লাশি চলছে । পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকেও উদ্ধার করা হয়েছে । দুর্ঘটনার সময় ইমরান ও দেবাশিস কারও মাথায় হেলমেট ছিল না বলে জানিয়েছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details