পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হলদিয়ায় পণ্য খালাসে গিয়ে কোরোনা আক্রান্ত বিহারের ট্রাক চালক

হলদিয়া শিল্পাঞ্চলের একটি কারখানায় পণ্য খালি করতে আসেন বিহারের এক ট্রাক চালক ৷ এরপর জ্বর সহ কোরোনার নানা উপসর্গ ধরা পড়লে গত পরশু তাঁর সোয়াব পরীক্ষা করানো হয় ৷ আজ তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ৷

Haldia
হলদিয়া

By

Published : May 2, 2020, 11:02 PM IST

হলদিয়া , 2 মে : হলদিয়া শিল্পাঞ্চলে পণ্য খালাস করতে গিয়ে কোরোনায় আক্রান্ত হলেন বিহারের এক ট্রাক চালক । গত পরশু তাঁর সোয়াব সংগ্রহ করে হলদিয়া মহকুমা হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতেলে টেস্টের জন্য পাঠানো হয় ৷ এরপর আজ দুপুর নাগাদ সেই রিপোর্ট পজ়িটিভ আসে । তারপরই আজ তাঁকে হলদিয়া মহকুমা হাসপাতাল থেকে পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় । বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন ।

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে , কোরোনা আক্রান্ত ওই যুবক বিহারের বাসিন্দা । 27 এপ্রিল ওড়িশা থেকে ট্রাকে করে হলদিয়া শিল্পাঞ্চলের একটি কারখানায় পণ্য নিয়ে আসেন ৷ সেখানে পণ্য খালি করার পরই তাঁর প্রবল জ্বর আসে । তিনি চিকিৎসার জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে যান ৷ সেখানকার চিকিৎসকরা হাসপাতালে তাঁকে আইসোলেশন বিভাগে ভরতি করে চিকিৎসা শুরু করেন । পরে তাঁর শ্বাসকষ্ট শুরু হওয়ায় পরশুদিন তাঁর সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । আজ দুপুরে তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ৷

এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মণ্ডল জানিয়েছেন , জেলার বাসিন্দাদের মধ্যে নতুন করে কোরোনায় কেউই আক্রান্ত হননি । ওই চালক ভিন রাজ্য থেকে ট্রাক নিয়ে জেলায় প্রবেশ করেছিলেন । প্রথম দিন থেকেই জ্বরে আক্রান্ত ছিলেন তিনি । আজ তাঁর শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়ে । বর্তমানে তিনি পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন । ট্রাকচালক হলদিয়া শিল্পাঞ্চলে এসে কারও সংস্পর্শে এসেছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

অপরদিকে , নতুন করে কোরোনায় আক্রান্ত ট্রাক ড্রাইভারকে নিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 29 । আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কলকাতার এক বৃদ্ধ সহ হলদিয়া ও তমলুকের তিন বৃদ্ধের । বাকি 26 জন আক্রান্তের মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 23 জন । বর্তমানে জেলার তমলুকের কোরোনা আক্রান্ত এক বৃদ্ধ ও পাঁশকুড়ার এক বৃদ্ধা কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ আজ ফের নতুন করে কোরোনা আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details