পূর্ব মেদিনীপুর, 26 এপ্রিল:ডাম্পার ও আলু বোঝাই ট্রাকের সংঘর্ষে অগ্নিকাণ্ড দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে ৷ বুধবার পূর্ব মেদিনীপুরের দিঘা-নন্দকুমার 116 বি জাতীয় সড়ক মারিশদা থানার গয়াগিরি বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের কারণে দু’টি গাড়িতেই আগুন লেগে যায় ৷ ঘটনার অভিঘাত এতোটাই ছিল যে, ট্রাকের মধ্যেই ঝলসে মৃত্যু হয় চালকের ৷ মৃতের নাম শত্রুঘ্ন প্রসাদ (39) ৷ পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা তিনি ।
জানা গিয়েছে, এদিন ভোর 3টে 20 মিনিট নাগাদ গয়াগিরি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি আলু বোঝাই ট্রাকের সঙ্গে সিমেন্ট বোঝাই ডাম্পারের সংঘর্ষ হয় । সংঘর্ষে দু’টি গাড়িতে আগুন লেগে যায় । দুর্ঘটনার জেরে আলু বোঝাই ট্রাকের চালক আটকে পড়েন গাড়ির ভিতরে । যদিও আলু বোঝাই ট্রাকটির খালাসি কোনওক্রমে গাড়ি থেকে লাফ দিয়ে বাইরে বেরিয়ে প্রাণে বাঁচেন । তবে ট্রাকটির চালক নামতে না-পারায় আটকে পড়েন গাড়ির ভিতরে ৷ স্থানীয় বাসিন্দারা চালককে উদ্ধার করার চেষ্টা করলেও বিফল হন । খবর দেওয়া হয় পুলিশকে ৷