পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

East Medinipur Municipalities : পূর্ব মেদিনীপুরের 3 পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা তৃণমূলের - East Medinipur Municipalities

পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা ৷ তমলুক (তাম্রলিপ্ত ), কাঁথি ও এগরা পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষনা করলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র (Trinamool Congress announces chairmans and vice chairmans of 3 municipalities of East Medinipur) ।

East Medinipur News
Medinipur Municipalities Names Announcement

By

Published : Mar 15, 2022, 10:16 PM IST

তমলুক, 15 মার্চ : মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক (তাম্রলিপ্ত) কাঁথি ও এগরা পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, সাংবাদিক বৈঠক করে (Trinamool Congress announces chairmans and vice chairmans of 3 municipalities of East Medinipur) ।

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো তালিকা ঘোষণা করেন মন্ত্রী সৌমেন মহাপাত্র । তমলুক (তাম্রলিপ্ত) পৌরসভার চেয়ারম্যান হচ্ছেন দীপেন্দ্র নারায়ন রায়, ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায় । কাঁথি পৌরসভার চেয়ারম্যান হচ্ছেন সুবল মান্না, ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি । এগরা পৌরসভার চেয়ারম্যান হচ্ছেন স্বপন নায়েক, ভাইস চেয়ারম্যান জয়ন্ত সাহু ।

আরও পড়ুন : Panihati TMC Councillor Murder Issue : সিবিআই নয়, সিআইডিতেই আস্থা ; 24 ঘণ্টায় বয়ান বদল পানিহাটিতে মৃত কাউন্সিলরের স্ত্রীর

এই পৌরসভাগুলিতে দীর্ঘ কয়েক দশক ধরে রাজত্ব কায়েম করার অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলায় অধিকারী পরিবারের বিরুদ্ধে । সম্পতি রাজ্যে হয়ে যাওয়া পৌরভোটে পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পৌরসভার মধ্যে তমলুক (তাম্রলিপ্তি) ও কাঁথি এককভাবে দখল করে তৃণমূল । তবে জেলার তিনটি পৌরসভার মধ্যে দু'টি পৌরসভা তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও এগরা পৌরসভা ত্রিশংকু হয়ে যায় । তৃণমূল বোর্ড গঠনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ।

এদিন তমলুক (তাম্রলিপ্ত) কাঁথি ও এগরার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম তমলুকের নিমতৌড়িতে জেলাপরিষদের অফিসে ঘোষণা করেন মন্ত্রী । এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অপর এক মন্ত্রী অখিল গিরি, কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি ও এগরার বিধায়ক তরুন কুমার মাইতি সহ অন্যান্যরা ।

আরও পড়ুন : Maa Fly over : মা উড়ালপুলে বাইক চলাচল বন্ধের প্রস্তাব লালবাজারের

আগামিকাল কাঁথি পৌরসভা ও এগরা পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রথাগতভাবে শপথ নেবেন । চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা হতেই তৃণমূল কর্মী সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন । নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান তারা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details