মন্দারমণি, 15 সেপ্টেম্বর:মন্দারমণি বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন 5 পর্যটক ৷ পরে 2 জনকে উদ্ধার করা সম্ভব হলেও, মৃত্যু হয়েছে একজনের ৷ নিখোঁজ 2 ৷ যে 2 জনকে উদ্ধার করা হয়েছে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷ শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে ৷ কৌশিকী অমাবস্যার কারণে এদিনও উত্তাল ছিল সমুদ্র । সেই অবস্থায় সমুদ্রে স্নান করতে নামতেই বিপত্তি ঘটে । মৃত ব্যক্তির নাম নাভেদ আখতার বলে জানা গিয়েছে । তাঁরা প্রত্যেকেই মদ্যপান করেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । মদ্যপ অবস্থায় স্নান করতে নেমে উত্তাল সমুদ্রে তলিয়ে যান তাঁরা ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে সমুদ্রে স্নান করতে নেমে মন্দারমণির সমুদ্রে তলিয়ে যান কলকাতার পাঁচ পর্যটক ৷ নুলিয়া ও স্থানীয়রা উদ্ধার করে তিনজনকে বড়রাঙ্কুয়া হাসপাতাল নিয়ে যায় ৷ সেখানে মৃত্যু ঘটে এক পর্যটকের । মৃত যুবকের নাম নাভেদ আখতার (28) । হাসপাতালে চিকিৎসাধীন দুই যুবক হলেন সিদ্ধার্থ সাহা (24) এবং শেখ আব্দুস (22) । অপর দুই নিখোঁজ হলেন ওসামা (25) এবং আতিফ হায়দার (25) । তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।