পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Christmas Celebration in Digha: বড়দিনের দিঘায় পর্যটকদের ঢল, উপচে পড়া ভিড় পিকনিক স্পটগুলিতে

বড়দিনের ছুটিতে দিঘায় ভিড় করেছেন পর্যটকরা (Tourist Rush in Digha On Christmas Eve) ৷ দিঘার সমুদ্রে কালো মাথার ছড়াছড়ি ৷ দিঘা, তাজপুর ও শংকরপুরের হোটেলগুলি সম্পূর্ণভাবে ভরে গিয়েছে ৷

Christmas Celebration in Digha ETV BHARAT
বড়দিনের দিঘায় পর্যটকদের ঢল

By

Published : Dec 25, 2022, 6:54 PM IST

বড়দিনের দিঘায় পর্যটকদের ঢল

দিঘা, 25 ডিসেম্বর: বড়দিনে পর্যটকদের ডেস্টিনেশান দিঘা ৷ করোনাবিধি না থাকায় এবং ঘূর্ণিঝড় ইয়াসের ধাক্কা থেকে ঘুরে দাঁড়ানো দিঘায় এবার পর্যটকদের উপচে পড়া ভিড় ৷ দিঘার হোটেলগুলিও ইংরেজি নববর্ষ পর্যন্ত পুরোপুরি বুক হয়ে গিয়েছে ৷ তাই বড়দিনের সকাল থেকে দিঘার সৈকতে পর্যটকদের ঢল নেমেছে (Tourist Rushed to Digha On Christmas Eve) ৷ সেই সঙ্গে দিঘা সংলগ্ন পিকনিক স্পটগুলিতেও মানুষের ভিড়র ৷ শীতের মরশুমে বড়দিনের ছুটি লুটেপুটে নিচ্ছে ভ্রমণ ও আমদ প্রিয় বাঙালি ৷

তবে, শুধু দিঘার সৈকত নয় ৷ দিঘা সংলগ্ন তাজপুর ও শংকরপুরেও পর্যটকরা ভিড় করেছেন ৷ শনিবার রাতেই অধিকাংশ হোটেলে পর্যটকরা পৌঁছে গিয়েছিলেন ৷ রবিবার সকালেও বহু হোটেল বাইরে চেক ইন করার লম্বা লাইন ছিল ৷ পাশাপাশি, সকাল থেকেই সমুদ্র স্নানের মজা নিতে নেমে পড়েছেন পর্যটকরা ৷ সেই সঙ্গে সমুদ্রস্নানে কোনও দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ পুলিশের তরফে যেমন নজরদারি চলছে, তেমনি নুলিয়ারাও সৈকতে সতর্ক দৃষ্টি রেখেছেন ৷

দিঘার পাশাপাশি, তাজপুর ও শংকরপুর সৈকতেও মানুষের ঢল নেমেছে ৷ সেখানেও সমুদ্রস্নানে মেতেছেন পর্যটকরা ৷ তবে, নতুন করে করোনা সংক্রমণের আশঙ্কা করা হলেও, রাজ্য সরকারের তরফে উৎসবে মরশুমে তেমন কোনও সতর্কতা জারি করা হয়নি ৷ এমনকি কোনও বিধিনিষেধও লাগু করা হয়নি রাজ্য সরকারের তরফে ৷ ফলে 2023 ইংরেজি নববর্ষে প্রাক মুহূর্তকে মানুষ চুটিয়ে উপভোগ করছেন ৷ বিশেষত, ভ্রমণ প্রিয় বাঙালিরা ৷

দিঘার সমুদ্র সৈকতে স্নানের পাশাপাশি, খাওয়াদাওয়াতেও থাকছে বিশেষত্ব ৷ দিঘার সৈকতের ধারে হোটেলগুলিও নবর্ষের আবহে পর্যটকদের জন্য বিশেষ মেনু নিয়ে হাজির হয়েছে ৷ তার বাইরেও পিকনিকে মজেছেন বহু মানুষ ৷ মেদিনীপুর ও দিঘা সংলগ্ন পিকনিক স্পটগুলিতে বড়দিনে দেখা গেল মানুষের ঢল (Picnic Spots are Overcrowded) ৷ বিশেষ করে নিউ দিঘার ঢেউসাগর, ওসিনিয়া এবং মেরিনা ঘাট লাগোয়া এলাকাকে পিকনিক স্পট হিসেবে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে ৷ তার বাইরে দিঘার ঝাউ বনেও পিকনিক করছেন ঘুরতে আসা পর্যটক এবং জেলার বাসিন্দারা ৷

আরও পড়ুন:ব্যান্ডেল চার্চে সমস্ত রীতি মেনে যিশুর জন্মদিন পালন

নববর্ষের উদযাপন আর আলোর সাজ থাকবে না তা হয় না ৷ দিঘার অমরাবতী পার্ক, ঢেউসাগর পার্ক ও ওল্ড দিঘার বিশ্ববাংলা পার্কগুলিকে আলোয় সাজিয়ে তোলা হয়েছে ৷ পর্যটকদের ভিড় এবারের নববর্ষে হবে, তা আগেই থেকেই জানা ছিল প্রশাসনের ৷ তাই সেই মতো সব ব্যবস্থাও করেছে দিঘা পুলিশ ৷ পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা হয়েছে ৷ আর পার্কিং পেতে যাতে সমস্যা না হয়, তার জন্য নজরদারি চলছে ৷ পাশাপাশি, দূষণরোধে প্লাস্টিক ও থার্মোকল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ সেদিকেও নজর রাখছে প্রশাসন ৷

ABOUT THE AUTHOR

...view details