দিঘা, 17 জুন : দিঘায় ঘুরতে এসে নাবালকের মৃত্যু ৷ শুক্রবার সকালে ওড়িশার উদয়পুর বিচে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ৷ এদিন ওড়িশার উদয়পুর বিচের সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছে ওই নাবালক ৷ মৃতের নাম সাগর ঢালি (16) ৷
এদিন মামা জনীগোপাল ঘোষ ও মামী সীমা ঘোষের সঙ্গে বিচে ঘুরতে এসেছিল সাগর (Tourist Death)৷ সমুদ্রে সে স্নান করতে নামে ৷ ঢেউ ভাঙতে ভাঙতে খানিকটা দূরে এগিয়ে যায়। হঠাৎই একটি বড় টেউ আসায় সেই ধাক্কা সমলাতে না পেরে সমুদ্রে তলিয়ে গিয়েছে ওই নাবালক ৷ তাকে তলিয়ে যেতে দেখে মামা টেনে তোলার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন ৷ কিছুক্ষণ পরেই ওই নাবালকের দেহ ভেসে ওঠে নিউ দিঘার দিকে ৷ খবর পেয়ে দিঘা পুলিশ ও নুলিয়ারা গিয়ে উদ্ধার করে ওই ছাত্রকে ৷ তাকে দিঘা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । দেহটি ময়মাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷