ময়না, 12 মে : BJP সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । তার প্রতিবাদে BJP কর্মীরা বাঁশ, লাঠি নিয়ে তৃণমূলকর্মীদের মারধর করে বলে পালটা অভিযোগ । ঘটনাটি নোনাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের 141 নম্বর বুথের।
BJP সমর্থকদের ভোটে বাধা, পালটা মারের অভিযোগ তৃণমূলের - bjp
BJP সমর্থকদের ভোট দিতে বাধা দেয় তৃণমূল কর্মীরা । প্রতিবাদ করে BJP কর্মীরা । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।
ভোট দিতে বাধা দেওয়ায় বাঁশ নিয়ে প্রতিরোধ
অভিযোগ, বুথের 100 মিটারের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলকর্মীরা সকাল থেকেই বিরোধীদের ভোট দিতে বাধা দেওয়ার চেষ্টা করে । অনেকে ভোট না দিতে পেরে ফিরে যান ।
ঘটনাটি জানতে পেরে BJP কর্মীরা বাঁশ লাঠি নিয়ে সেখানে আসে। তারা তৃণমূলকর্মীদের মারধর করে বলে অভিযোগ । পরে ময়না থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
Last Updated : May 12, 2019, 12:53 PM IST