পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এগরায় দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি - bjp

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, তাদের দলের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয় । তবে বিক্ষোভকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা দেখা গেছে ।

দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ

By

Published : May 12, 2019, 1:23 AM IST

এগরা, 12 মে : মেদিনীপুরের BJP প্রার্থী দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ । অভিযোগ, তৃণমূল কর্মীরা এই বিক্ষোভ দেখায় । এর প্রতিবাদ করে BJP কর্মী-সমর্থকরা । তখন দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় । গতকাল ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের এগরার কামারডিহাতে । BJP-র তরফে জানানো হয়েছে, সেখানে এক কর্মীর বাড়িতে নেমন্তন্ন খেতে গেছিলেন দিলীপবাবু । খাওয়া-দাওয়া সেরে তিনি ফিরছিলেন । ফেরার পথে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের লোকজন । এর প্রতিবাদ করে এলাকার BJP কর্মী-সমর্থকরা । তখন দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে এগরা থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । এরপর পুলিশই দিলীপবাবুকে ফিরে যেতে সাহায্য করে ।

ঘটনার প্রেক্ষিতে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস সম্পাদক কণিষ্ক পণ্ডা বলেন, "দিলীপ ঘোষ অগণতান্ত্রিক কথাবার্তা বলেন । লোক এনে ঢুকিয়ে দেব, গুলি করে দেব এসব বলছিলেন । উনি বাইরে থেকে এনে এলাকায় উত্তেজনা ছড়াতে চেয়েছিলেন । সাধারণ মানুষ তার প্রতিবাদ করে ।" কণিষ্ক পণ্ডার দাবি, তৃণমূল কংগ্রেস এই প্রতিবাদের সঙ্গে জড়িত নয় । এলাকার শান্তিপ্রিয় সাধারণ লোকজন বিক্ষোভ দেখায় ।

কণিষ্ক পণ্ডা এই দাবি করলেও বিক্ষোভকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা দেখা গেছে । এবিষয়ে BJP নেতা দেবপম পাল বলেন, "দিলীপবাবু এক কর্মীর বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন । সেই সুযোগে তৃণমূলের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালায় ।" পাশাপাশি তিনি বহিরাগতদের এলাকায় ঢোকানোর চেষ্টার অভিযোগও অস্বীকার করেন ।

ABOUT THE AUTHOR

...view details