পটাশপুর, 19 অগস্ট : তাঁরা সবসময় বঞ্চিত ৷ স্বাস্থ্য সাথী কার্ডের ক্ষেত্রেও তাই হয়েছে ৷ স্বাস্থ্য সাথী কার্ডে স্বজনপোষণের অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে সামিল হলেন খোদ তৃণমূল কংগ্রেসের কর্মীরাই ৷ তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রামপঞ্চায়েতের অফিসের সামনেই চলল সেই বিক্ষোভ ৷ পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকের পঁচেট গ্রাম পঞ্চায়েত অফিস এলাকার ঘটনা ৷
অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নীলমাধব দাস অধিকারী বলেন, "পঁচেট অঞ্চলের মানুষকে সব সময় বঞ্চিত করা হয়ে থাকে । এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো দুয়ারে সরকার হবে সেখানে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দিতে পারবেন সাধারণ মানুষ । কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের র্ফম পূরণ অনান্য নথিপত্রের সঙ্গে লাগবে স্বাস্থ্য সাথীর কার্ডের জেরক্স কপি । কিন্তু দীর্ঘদিন ধরে পঁচেট অঞ্চলের এলাকায় স্বাস্থ্য সাথী কার্ডের জন্য ছবি তোলা হয়নি । কিন্তু অনান্য অঞ্চলের দিনের পর দিন স্বাস্থ্য সাথীর ছবি তোলা হচ্ছে । তাই আজ সাধারণ মানুষের স্বার্থে অবস্থান বিক্ষোভ হয়েছে । আমাদের দাবি অতি সত্ত্বর স্বাস্থ্য সাথীর কার্ডের ছবি তুলতে হবে নাহলে আগামী 21 তারিখ পঁচেট অঞ্চলে দুয়ারে সরকার ক্যাম্প হবে । সেই ক্যাম্প ঘিরে বিক্ষোভ কর্মসূচি দেখানো হবে ।"