নন্দকুমার, 2 নভেম্বর:এ যেন সিনেমার দৃশ্য ! বিডিও অন্যত্র বদলি হয়ে চলে যাচ্ছেন ৷ তাই কেঁদে ভাসালেন বিধায়ক ৷ এমনই এক দৃশ্য দেখা গিয়েছিল বলিউডের 'নায়ক' সিনেমায় ৷ যেখানে একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন সিনেমার নায়ক অনিল কাপুর ৷ ওই একদিনে এত ভালো কাজ করেছিলেন তিনি যে তাঁর পদের মেয়াদ শেষ হতেই সবার মন ভারাক্রান্ত হয়ে গিয়েছিল ৷ কান্নায় ভেঙে পড়েছিলেন তাঁর আপ্তসহায়ক থেকে সাধারণ জনগণ ৷ বলা চলে সেই ঘটনারই যেন এক ঝলক দেখা গেল পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে ৷
করোনার বাড়বাড়ন্তের সময় তিন বছর আগে নন্দকুমার ব্লকে বিডিও হিসাবে কাজে যোগ দিয়েছিলেন শানু বকসি ৷ এখান থেকে এবার অন্যত্র বদলি হয়ে চলে যাচ্ছেন তিনি ৷ আর তাঁর এই বিদায়কে মেনে নিতে পাচ্ছেন না নন্দকুমারের বিধায়ক সুকুমার দে ৷ বৃহস্পতিবার শানুর জন্য একটি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে উপস্থিত ছিলেন এই তৃণমূল বিধায়ক ৷ অনুষ্ঠানের মাঝেই কেঁদে ফেললেন তিনি ৷ বিডিওর পাশে বসেই রুমাল দিয়ে নিজের চোখের জল মুছতে দেখা গেল তাঁকে ৷ সংবর্ধনা অনুষ্ঠানে আধিকারিক থেকে কর্মীরা গান ও কবিতার মধ্য দিয়ে বিদায় জানালেন বিডিওকে ।