পটাশপুর, 15 অগস্ট: স্বাধীনতার 75 বর্ষপূর্তির পুণ্যলগ্নে দেশজুড়ে পালিত হচ্ছে 'আজাদি কা অমৃত মহোৎসব' ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'হর ঘর তিরঙ্গা'-র প্রচার ব্যাপকভাবে সাড়া ফেলেছে দেশে ৷ এমন সময় স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক ৷ স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে নাকি পতাকা উত্তোলন করার কিছু নেই, জানালেন তিনি ৷ সোশাল মিডিয়ায় করা উত্তম বারিকের এই পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷
যদিও রবিবার রাতে বিধায়ক তাঁর বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন ৷ এরপর স্বাধীনতা দিবস উদযাপনের কিছু মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন, "দক্ষিণ কাঁথি বিধানসভা অন্তর্গত লেবার ইউনিয়নের পরিচালনায় 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করার কিছু নেই।" কিন্তু এর পরিপ্রেক্ষিতে কোনও কারণ ব্যক্ত করেননি তিনি ৷ তবে কেন্দ্রীয় সরকারের ঘোষিত 'আজাদি কা অমৃত মহোৎসব' এবং 'হর ঘর তিরঙ্গা'-র বিরুদ্ধাচরণ করেই যে এমন মন্তব্য করেছেন, সেটা স্পষ্ট ৷