পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC MLA Controversial Remark স্বাধীনতা উদযাপনে পতাকা উত্তোলন করার কিছু নেই, তৃণমূল বিধায়কের পোস্ট ঘিরে বিতর্ক - উত্তম বারিক

আজাদি কা অমৃত মহোৎসব, হর ঘর তিরঙ্গার প্রচারে যখন মুখরিত ভারতবর্ষ ৷ সে সময় তৃণমূল বিধায়কের গলায় অন্য সুর ৷ স্বাধীনতা উদযাপনে পতাকা উত্তোলনের কিছু নেই, জানালেন পটাশপুরের তৃণমূল বিধায়ক (TMC MLA of Patashpur made Controversial Remark on Independence Day) ৷

Etv Bharat
তৃণমূল বিধায়কের পোস্ট ঘিরে বিতর্ক

By

Published : Aug 15, 2022, 5:38 PM IST

Updated : Aug 15, 2022, 5:52 PM IST

পটাশপুর, 15 অগস্ট: স্বাধীনতার 75 বর্ষপূর্তির পুণ্যলগ্নে দেশজুড়ে পালিত হচ্ছে 'আজাদি কা অমৃত মহোৎসব' ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'হর ঘর তিরঙ্গা'-র প্রচার ব্যাপকভাবে সাড়া ফেলেছে দেশে ৷ এমন সময় স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক ৷ স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে নাকি পতাকা উত্তোলন করার কিছু নেই, জানালেন তিনি ৷ সোশাল মিডিয়ায় করা উত্তম বারিকের এই পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷

যদিও রবিবার রাতে বিধায়ক তাঁর বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেন ৷ এরপর স্বাধীনতা দিবস উদযাপনের কিছু মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন, "দক্ষিণ কাঁথি বিধানসভা অন্তর্গত লেবার ইউনিয়নের পরিচালনায় 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করার কিছু নেই।" কিন্তু এর পরিপ্রেক্ষিতে কোনও কারণ ব্যক্ত করেননি তিনি ৷ তবে কেন্দ্রীয় সরকারের ঘোষিত 'আজাদি কা অমৃত মহোৎসব' এবং 'হর ঘর তিরঙ্গা'-র বিরুদ্ধাচরণ করেই যে এমন মন্তব্য করেছেন, সেটা স্পষ্ট ৷

তৃণমূল বিধায়ক উত্তম বারিকের মন্তব্যের বিরোধিতায় বিজেপি-র কাঁথির সাংগঠনিক জেলা সহ-সভাপতি অসীম মিশ্র

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে দুবাইয়ে কয়লা মাফিয়ার সঙ্গে বৈঠকে অভিষেক, দাবি সেলিমের

উত্তম বারিকের সোশাল মিডিয়া পোস্টের পালটা হিসেবে তাঁকে দেশদ্রোহী বলছে বিজেপি ৷ যদিও তৃণমূল বিধায়ককে ফোনে ধরা হলে উনি বলেন, "যে লিখেছে ভুল করেছে। বিজেপির অভিযোগ করার কিছু নেই।" বিজেপি-র কাঁথির সাংগঠনিক জেলা সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, "সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের এক বিধায়ক সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন, জাতীয় পতাকা উত্তোলন করার কিছু নেই। এই বিষয়ে বিধানসভার অধ্যক্ষের কাছে বলব উনি যেন উনার মেম্বারদের রীতিনীতি ঠিকভাবে শেখান। আর প্রশাসনকে বলব এ বিষয়ে বিধায়ককে বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা হোক।"

Last Updated : Aug 15, 2022, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details