পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এগরার তৃণমূল বিধায়কের - এগরার বিধায়ক

এর আগে কোরোনায় আক্রান্ত হয়ে তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যু হয় ৷ এবার কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এগরার তৃণমূল বিধায়কের ৷

সমরেশ দাস
সমরেশ দাস

By

Published : Aug 17, 2020, 9:03 AM IST

Updated : Aug 17, 2020, 11:09 AM IST

এগরা, 17 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এগরার বিধায়ক সমরেশ দাসের ৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি ৷ আজ ভোরে তাঁর মৃত্যু হয় ৷ বয়স হয়েছিল 76 বছর ৷

কোরোনার উপসর্গ দেখা দেওয়ায় গত মাসে সমরেশবাবুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ৷ 18 জুলাই তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ সেদিনই তাঁকে জেলা স্বাস্থ্যবিভাগের তরফে পাঁশকুড়ার বড়মা কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 25 জুলাই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানে তাঁকে ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হয়েছিল ৷ আজ ভোর 4.15 মিনিটে মারা যান তিনি ৷

তৃণমূল বিধায়ক তথা বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান সমরেশবাবুর শরীরে সংক্রমণ ধরা পড়ার পর তাঁর পরিবারের অন্য সদস্যদেরও কোরোনা পরীক্ষা করানো হয়েছিল ৷ কিন্তু বাকিদের রিপোর্ট নেগেটিভ আসে ৷

সমরেশবাবুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতে শূন্যতার সৃষ্টি হল ৷ পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।"

এর আগে জুন মাসে কোরোনায় আক্রান্ত হয়ে মারা যান ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ ।

Last Updated : Aug 17, 2020, 11:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details