এগরা, 17 অগাস্ট : কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এগরার বিধায়ক সমরেশ দাসের ৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি ৷ আজ ভোরে তাঁর মৃত্যু হয় ৷ বয়স হয়েছিল 76 বছর ৷
কোরোনার উপসর্গ দেখা দেওয়ায় গত মাসে সমরেশবাবুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ৷ 18 জুলাই তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ সেদিনই তাঁকে জেলা স্বাস্থ্যবিভাগের তরফে পাঁশকুড়ার বড়মা কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 25 জুলাই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখানে তাঁকে ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হয়েছিল ৷ আজ ভোর 4.15 মিনিটে মারা যান তিনি ৷