কাঁথি, 5 ডিসেম্বর:দলের সেকেন্ড ইন কম্য়ান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) নির্দেশে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন পূর্ব মেদিনীপুরের কাঁথির মারিশদা গ্রাম পঞ্চায়েতের (Marishda Gram Panchayat) প্রধান ঝুনুরানি মণ্ডল এবং উপপ্রধান রমাকৃষ্ণ মণ্ডল ৷ পদত্যাগ করেছেন সংশ্লিষ্ট এলাকায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম মিশ্রও ৷ কিন্তু, তারপরও বিতর্ক কিছুতেই থামছে না ৷ সোমবার এ নিয়ে তাঁর বক্তব্য চাওয়া হলে ক্য়ামেরার সামনে কার্যত 'বাক্যহারা' হয়ে যান স্থানীয় তৃণমূল নেত্রী তথা কাঁথি-3 ব্লক পঞ্চায়েত সমিতির সভানেত্রী মিতারানি সাহু !
শনিবার কাঁথিতে সভা করতে আসার পথেই কনভয় থামিয়ে মারিশদার একটি গ্রামে ঢোকেন অভিষেক ৷ সেখানকার মানুষের দুরাবস্থা দেখে ক্ষুব্ধ তৃণমূল নেতা মঞ্চ থেকেই উপরোক্ত তিনজনকে 48 ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে বলেন ৷ সেই সময়সীমা পেরোনোর আগেই সংশ্লিষ্ট তিনজন পদত্যাগ করেন ৷ তারপর তাঁদের স্থানীয় থানায় ডেকেও পাঠানো হয় ৷ যদিও কেন এই তলব, তা নিয়ে কেউই মুখ খোলেননি ৷ কিন্তু, ইতিমধ্যে সংবাদমাধ্যমের ক্য়ামেরার সামনে সরব হয়েছেন ঝুনুরানি মণ্ডল ৷ এমনকী, মানুষের ভোটে জিতে আসা ঝুনুরানিকে দলের নেতা এভাবে পদত্যাগ করার নির্দেশ দিতে পারেন কিনা, সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷ কিন্তু, তারপরও পদত্যাগ করেছেন ঝুনুরানি ৷
আরও পড়ুন:মমতার কায়দায় মানুষের দরজায়, পূর্ব মেদিনীপুরে অভিষেকের পদক্ষেপে তৃণমূল নেত্রীর ছায়া