পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লোক টানতে রামনবমীর মঞ্চে নাচ তৃণমূল নেতাদের, BJP-র মিছিলে জনসমাগম - TMC leader danced

আজ রামনবমীর মঞ্চে নাচলেন তৃণমূলের নেতা-কর্মীরা। আজ দুপুর ২ টো নাগাদ শুভেন্দু অধিকারী মন্দিরে যান। খরতাল বাজিয়ে কীর্তনে সামিল হওয়ার পর তিনি সেখান থেকে বেরিয়ে যান।

শুভেন্দু অধিকারী

By

Published : Apr 14, 2019, 9:07 PM IST

Updated : Apr 14, 2019, 11:44 PM IST

কোলাঘাট, ১৪ এপ্রিল : রামনবমীর মঞ্চে তৃণমূলের জনপ্রতিনিধি ও নেতা-কর্মীরা নাচলেন। রাজনৈতিক মহলের দাবি, লোক টানতেই তৃণমূলের নেতারা এই কাজ করেছেন। আজ শুভেন্দু অধিকারী তৃণমূলের রামনবমীর মঞ্চে নির্ধারিত সময়ের অনেক পরে আসেন। BJP-র অভিযোগ, আজ তাদের রামের পুজো, যজ্ঞ, শোভাযাত্রা বন্ধ করতে পুলিশ গতকাল সন্ধ্যা থেকে ১৪৪ ধারা জারি করেছিল। কিন্তু এসব উপেক্ষা করেই BJP ও RSS রামনবমী পালন করেছে। অপরদিকে, তৃণমূল কংগ্রেস BJP-র বিরুদ্ধে নিয়ম ভেঙে মিছিল করার অভিযোগ এনেছে।

তৃণমূলের রামনবমীর অনুষ্ঠানে নেই জনসমাগম

গতকাল BJP-র সমস্ত অনুষ্ঠান তৃণমূল 'হাইজ্যাক' করে নেয় বলে অভিযোগ ওঠে। কিন্তু গতরাতেই RSS ও BJP নেতৃত্ব বড় করে রামনবমী পালন করার সিদ্ধান্ত নেয়। অভিযোগ, এই অনুষ্ঠানের কথা জেনেই পুলিশ রাতারাতি মাইকিং করে ১৪৪ ধারা জারি করে। কিন্তু সকাল থেকে BJP-র রামনবমীতে মানুষের ঢল ছিল। র‌্যাফের উপস্থিতিতে রাম পুজো, যজ্ঞ, শোভাযাত্রা বের করে। BJP শিবিরে জনতার ঢল দেখে চাপে পড়ে তৃণমূল নেতৃত্বও। এদিকে তৃণমূলের রামনবমীর সভায় লোক তেমন ছিল না। রাজনীতিকদের মতে, লোক টানতে ধর্মীয় গান বাজিয়ে তৃণমূলের নেতা-নেত্রীরা মঞ্চে নাচ করলেন। আজ দুপুর ২টো নাগাদ শুভেন্দুবাবু মন্দিরে যান। খরতাল বাজিয়ে কীর্তনে সামিল হওয়ার পর তিনি সেখান থেকে বেরিয়ে যান।

মঞ্চে তৃণমূল নেতাদের নাচ

রামনবমী উৎসব পালন কমিটির সহ সভাপতি তথা BJP নেতা নারায়ণচন্দ্র পাল বলেন, "তৃণমূলের বাধায় আমরা শনিবার রামনবমী পালন করতে পারিনি। সমস্ত অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। আজ আমাদের পুজো ও শোভাযাত্রা বন্ধ করতে ১৪৪ ধারা জারি করেছিল। কিন্তু আমরা সব বাধা উপেক্ষা করে সাফল্যের সঙ্গে রামনবমী পালন করেছি। প্রায় ১৫ হাজার মানুষ প্রসাদ পেয়েছেন। গতকাল আমরা রামনবমী পালন করতে পারিনি। তাই আলোচনা করে কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেব।"

দেখুন ভিডিয়ো

তৃণমূল নেতা দিবাকর জানা বলেন, "ওরা রামকে নিয়ে রাজনীতি করছে। ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করেছে। কিন্তু আমরা পুলিশের কথা শুনে মিছিল করিনি। আমরা প্রশাসনকে মৌখিক অভিযোগ করেছি। অনুষ্ঠানের পর লিখিত অভিযোগ করব।"

Last Updated : Apr 14, 2019, 11:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details