পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল নেতার 'দাদাগিরি', স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের মারধর !

স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ কোলাঘাটের মানুয়া হাইস্কুলের ঘটনা ৷

By

Published : Aug 21, 2019, 1:19 PM IST

Updated : Aug 21, 2019, 2:48 PM IST

প্রধান শিক্ষিকার অভিযোগ শুনছেন পুলিশ আধিকারিকরা

কোলাঘাট, 21 অগাস্ট : স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে ৷ কোলাঘাটের মানুয়া হাইস্কুলের ঘটনা ৷ অভিযুক্ত নেতার নাম বিশ্বজিৎ মান্না ৷

আসন্ন শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানের জন্য গতকাল বিকেলে মানুয়া হাইস্কুলে মিটিং চলছিল ৷ প্রধান শিক্ষিকার ঘরে ওই মিটিংয়ে স্কুলের সহশিক্ষক-শিক্ষিকারা হাজির ছিলেন৷ আলোচনা চলাকালীন বিকেল চারটে নাগাদ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যা মঞ্জু মান্নার স্বামী বিশ্বজিৎ মান্না ও তার সঙ্গীরা সেখানে চড়াও হয় ৷ অভিযোগ, তারা শিক্ষক-শিক্ষিকাদের মারধর করে একটি ঘরে তালা দিয়ে রাত আটটা পর্যন্ত আটকে রাখে ৷ খবর পেয়ে স্কুলে গিয়ে তাঁদের উদ্ধার করে পুলিশ ৷ অভিযুক্তদের বিরুদ্ধে কোলাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: দিঘায় জনতার দরবারে মমতা, বিলোলেন চকোলেট

প্রধান শিক্ষিকা স্বপ্না মাইতি বলেন, "শিক্ষক দিবসের অনুষ্ঠান নিয়ে আলোচনা চলছিল ৷ সেই সময় বিশ্বজিৎ মান্না দলবল নিয়ে স্কুলে আসে ৷ সে স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী । স্কুলে ঢুকেই ওরা আমাদের মারধর শুরু করে ৷ গালিগালাজ করে ৷ কেন হামলা চালাল বুঝে উঠতে পারিনি ৷ আমরা নিরাপত্তার অভাব বোধ করছি । গোটা ঘটনা পুলিশকে জানিয়েছি ৷ "

ভিডিয়োর শুনুন প্রধান শিক্ষিকার বক্তব্য

ঘটনার পর গা ঢাকা দিয়েছে বিশ্বজিৎ ৷ অভিযুক্তর স্ত্রী তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যা মঞ্জু মান্না এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি৷ তবে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মধুরিমা মণ্ডল জানান, বিষয়টি তাঁর অজানা ৷ খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন ৷

Last Updated : Aug 21, 2019, 2:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details