কাঁথি (পূর্ব মেদিনীপুর), 30 অক্টোবর : পূর্ব মেদিনীপুরের কাঁথি দু’নম্বর ব্লক তৃণমূলের বিজয়া সম্মিলনীতে গোষ্ঠীদ্বন্দ্ব ৷ সেখানেই বক্তব্য পেশ করতে গিয়ে তৃণমূলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কাঁথি পৌরসভার মুখ্য প্রশাসক হরিসাধন দাসঅধিকারী এবং কাঁথি 1নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন ৷ অভিযোগ, যাঁরা তৃণমূলে থেকেও বিধানসভা নির্বাচনে শুভেন্দুর হয়ে কাজ করে গিয়েছে, তাঁরা এখন জেলায় দলের কাজে ছড়ি ঘোরাচ্ছেন ৷ তাঁদের আরও অভিযোগ, ওই তৃণমূল নেতাদের মদত দিচ্ছে শীর্ষ নেতৃত্বের একাংশ ৷
অভিযোগ, ভোটের সময় শুভেন্দুর সমর্থনে যাঁরা কাজ করে গিয়েছেন ৷ এমনকি তৃণমূলে থেকেও ভোটের সময় দলের হয়ে কোনও কাজ করেনি ৷ তাঁরাই তৃণমূল ক্ষমতায় ফেরার পর জেলায় দলের নিয়ন্ত্রণ নিতে চাইছে ৷ অভিযোগ, জেলা তৃণমূলে সমান্তরাল দু’টি লবি তৈরির চেষ্টা করা হচ্ছে ৷ পূর্ব মেদিনীপুরের তৃণমূল সভাপতি প্রদীপ গায়েনকে উদ্দেশ্য করে কাঁথি 1নং ব্লকের সভাপতি বলেন, ‘‘কয়েক মাস বাদে কাঁথি পৌরসভার নির্বাচন ৷ তার এক বছরের মধ্যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে ৷ আপনার পায়ে ধরে বলছি অনুরোধ করছি দলটাকে বাঁচান ৷ শীর্ষ নেতৃত্বকে জানান দলের মধ্যেই বিরাট চক্রান্ত চলছে ৷ 1998 সাল থেকে কলেজ রাজনীতির মধ্যে দিয়ে দল করছি ৷ আর যাঁরা পাঁচ বছরও দল করেনি, তাঁদের নেতৃত্ব আমরা চলতে পারব না ৷ যাঁরা প্রভাব খাটিয়ে এখনও শুভেন্দু অধিকারী কোম্পানিদের সঙ্গে রক্তের মিল রেখেছে ৷ তাঁদের নেতা হিসেবে মানব না ৷ এমনটাই হুঁশিয়ারি দিয়ে গেলাম ৷’’
আরও পড়ুন : Mamata Banerjee: কংগ্রেস সিরিয়াস নয়, পিকের মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে: গোয়ায় মমতা