নন্দীগ্রাম, 19 জুন: নন্দীগ্রাম 1 ব্লকে টাকা নিয়ে টিকিট বিক্রির অভিযোগ তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে ৷ আর তারই প্রতিবাদে ব্লক তৃণমূল কার্যালয়ে সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখাল বিক্ষুব্ধ তৃণমূল নেতা-কর্মীরা ৷ আর বেলা বাড়তেই সেই বিক্ষোভ সংঘর্ষে পরিণত হল ৷ দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি হয়েছে বলে অভিযোগ ৷ যদিও, নন্দীগ্রাম 1 ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ দাবি করেছেন, ন্যায্য প্রার্থীদেরই পঞ্চায়েতের টিকিট দেওয়া হবে ৷ নির্দল হিসেবে বর্তমানে সকলে মনোনয়ন পেশ করেছে ৷ সময় মতো বিডিও দফতরে তৃণমূলের প্রার্থীতালিকা পৌঁছে যাবে ৷
আসন বণ্টন নিয়ে নন্দীগ্রাম 1 ব্লকে তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব ৷ আজ সকালে যে ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হল নন্দীগ্রাম ব্লক তৃণমূল কার্যালয় ৷ সেখানে ব্লক সভাপতির লোকজনদের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি শুরু হয়ে যায় ৷ একে অপরকে চেয়ার ছুড়ে মারে বলে অভিযোগ ৷ এ নিয়ে বিক্ষুব্ধ তৃণমূল নেতা শেখ মুরসালিন ব্লক সভাপতির বিরুদ্ধে টাকার বিনিময় আসন বিক্রির অভিযোগ করেছেন ৷ এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাধারণ মানুষের ভোটে প্রার্থী বাছাইয়ের কথা বলেছিলেন, তাও নাকি মানা হয়নি ৷
তিনি বলেন, ‘‘দীর্ঘদিন ধরে আমরা রক্ত দিয়ে এই তৃণমূল দল গঠন করেছি ৷ আজকে এরা দলটাকে ধ্বংস করে দিতে চাইছে ৷ ব্লক সভাপতি টাকার বিনিময়ে টিকিটগুলোকে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ যাঁরা জীবনে কোনদিন দলের প্রতীক ধরেনি, তাদেরকে দলীয় টিকিট দেওয়া হচ্ছে ৷ আমরা চাই বুথে বুথে সমীক্ষা করে যাঁদের নাম উঠে আসবে, তাঁদের টিকিট দেওয়া দিতে হবে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ রয়েছে ৷ কিন্তু সেই নির্দেশ মানা হচ্ছে না ৷’’