তমলুক, 18 ফেব্রুয়ারি : নেতা-কর্মীদের দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস ৷ পৌরভোটের আগে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের খবর প্রকাশ্যে আসায় তমলুক পৌরসভার একজন নির্দল প্রার্থী এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে এই পদক্ষেপ করল ঘাসফুল (TMC expels independent candidate Bhanupada Saha in Tamluk Purba Medinipur) ।
27 ফেব্রুয়ারি তমলুক পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে তৃণমূলের মনোনীত প্রার্থী হিসেবে টিকিট পেয়েছেন ডাক্তার বিমল ভৌমিক ৷ বিদায়ী তৃণমূল কাউন্সিলর ভানুপদ সাহা দলীয় টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন । এনিয়ে দলের মধ্যে অসন্তোষ তৈরি হয় । রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র দলীয় কর্মসূচিতে হুঁশিয়ারি দিলেও নির্দল প্রার্থী ভানুপদ সাহা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি ।
তারপরেও মন্ত্রী স্বয়ং ভানুপদ সাহার বাড়িতে গিয়ে তাঁকে বোঝানোর চেষ্টা করেন । তাও নিজের সিদ্ধান্তে অনড় থাকায় বৃহস্পতিবার মন্ত্রী সৌমেন মহাপাত্র (Minister Saumen Kumar Mahapatra) সাংবাদিক বৈঠকে ভানুপদ সাহা-সহ তাঁর চার অনুগামীকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের কথা জানান ।
তমলুক পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হয়েছেন ভানুপদ সাহা আরও পড়ুন : TMC Expels Dissidents : নির্দল প্রার্থী হওয়ায় নদীয়ায় 23 জনকে বহিষ্কার তৃণমূলের
ভানুপদ সাহা সংবাদমাধ্যমে জানান, তিনি তৃণমূল কংগ্রেসের তিনবারের কাউন্সিলর ৷ এর আগে দু'বার কংগ্রেসের টিকিটে কাউন্সিলর হয়েছিলেন । 4 নম্বর ওয়ার্ডের ভূমিপুত্র কাউন্সিলর হিসেবে ভানুপদ সাহা মানুষের পাশে থাকলেও দল এবার তাঁকে টিকিট দেয়নি । ওয়ার্ডের সাধারণ মানুষের অনুরোধে তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন । দল তাঁকে বহিষ্কার করলেও তিনি নিজেকে এখনও একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে মনে করেন । বহিষ্কারের সিদ্ধান্ত প্রসঙ্গে তাঁর বক্তব্য, "নির্দল হিসেবে দাঁড়িয়েছি বলে দলের থেকে কিছুটা দূরে সরে এসেছি ৷ আমি এটা মাথা পেতে নেব ৷"
স্বভাবত এই সুযোগকে কাজে লাগিয়ে মাঠে নেমেছে বিজেপি ৷ বিজেপি নেতা তপন বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল, কিন্তু তাদের মধ্যে কোনও গণতন্ত্র নেই ৷ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই আরেক তৃণমূল প্রার্থী দাঁড়িয়েছে ৷ তাঁদের মধ্যে প্রতিযোগিতা চলছে ৷ তাঁর প্রশ্ন, শাসক দলের মনোনীত প্রার্থী থাকবে না নির্দল প্রার্থী ?