পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হলদিয়ায় জোড়া খুনে অভিযুক্ত দলীয় নেতাদের ফাঁসির দাবিতে মিছিল তৃণমূলের, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা ? - হলদিয়ার জোড়া খুনে নাম জড়িয়েছে তৃণমূলের

হলদিয়ায় জোড়া খুনে নাম জড়িয়েছে তৃণমূল নেতার । তাই নিয়ে বেশ কিছুদিন ধরেই চাপে ছিল তৃণমূল । এই খুনের দায় দল না নিলেও এবার অভিযুক্তদের শাস্তির দাবিতে মিছিল করল তৃণমূলের মহিলা নেতৃত্ব ।

TMC East Midnapur Zilla Mahila members
পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের মহিলারা

By

Published : Feb 26, 2020, 12:45 AM IST

হলদিয়া, 25 ফেব্রুয়ারি : হলদিয়ার জোড়া খুনে দলীয় নেতাদের নাম জড়াতেই অস্বস্তি বেড়েছিল তৃণমূলে । অপরাধের দায় দল নেবে না বলে আগেই জানিয়েছিল জেলা নেতৃত্ব । পৌরভোটের আগে এই বিষয়টিকেই প্রচারের হাতিয়ার করেছে BJP। তাই কার্যত ড্যামেজ কন্ট্রোল করতে এবার দোষীদের শাস্তির দাবিতে মিছিলে নামল তৃণমূল । এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

নিউ ব্যারাকপুরের বাসিন্দা মা - মেয়ে রমা দে ও রিয়া দে । যাদের পুড়িয়ে মারার অভিযোগ ওঠে পূ্র্ব মেদিনীপুরে । ঘটনায় গ্রেপ্তার করা হয় শেখ সাদ্দাম হোসেন ও মঞ্জুর আলম মল্লিক । এরা স্থানীয় তৃণমূল নেতা নামে পরিচিত । তাদের গ্রেপ্তারি নিয়ে এতদিন চুপ ছিল জেলা তৃণমূল । তবে, তাদের ফাঁসির দাবিতে গতকাল বিকেলে হলদিয়ায় প্রতিবাদ মিছিল সংঘটিত করে হলদিয়া শহর মহিলা তৃণমূল কংগ্রেস । হলদিয়ার নিউমার্কেট থেকে মিছিল শুরু হয়ে মিছিল যায় হলদিয়া মহিলা থানা পর্যন্ত । মিছিলের নেতৃত্ব দেন হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মধুরিমা মণ্ডল ও গার্গী মুখার্জি ।

18 ফেব্রুয়ারির এই নৃশংস খুনের ঘটনায় নাম জড়ায় ওই দুই তৃণমূল নেতার। ব্যক্তিগত আক্রোশের জেরেই খুন বলে জানায় পুলিশ। কিন্তু, ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছিল মূল অভিযুক্ত সাদ্দামের সঙ্গে মন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি প্রকাশ্যে আসার পর থেকে । ঘটনাকে প্রচার হাতিয়ার করে BJP । গতকালই তমলুক পৌরসভা নির্বাচনের সাংগঠনিক রণকৌশল নির্ধারণ করতে এসে আক্রমণ শানিয়ে ছিলেন BJP-র রাজ্য সম্পাদক সায়ন্তন বসু । আন্দোলনে নামার হু়ঁশিয়ারিও দিয়েছিলেন তিনি । কিন্তু তাদের আগেই রাজনৈতিক মহলকে অবাক করে BJP-র মতো তৃণমূলও দোষীদের শাস্তির দাবিতে নামল পথে । যা এখন রাজনৈতিক খোরাকে পরিণত হয়েছে বিরোধী রাজনৈতিক দলের কাছে । তাদের কটাক্ষ, ড্যামেজ কন্ট্রোল করছে তৃণমূল ।

BJP-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক বলেন, "তৃণমূল মানুষের আই-ওয়াশ করছে । সামনে পৌরভোট, তাই নিজেদের গা থেকে পাপের ধুলো ঝাড়তে লোক দেখানো মিছিল করছে । দোষীদের একের পর এক অপরাধ করার সুযোগ দিয়েছে তৃণমূলই । তৃণমূলের প্রশ্রয়েই এদের আজ এত বাড়বাড়ন্ত । এখন অপরাধীকে ঝেড়ে ফেলতে চাইলে লোক বিশ্বাস করবে কেন?"

বিরোধীদের বক্তব্য অবশ্য কানে তুলতে নারাজ তৃণমূল নেতৃত্ব । মিছিলের নেতৃত্বে থাকা হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মধুরিমা মণ্ডল দলের মন্ত্রী-সাংসদদের সঙ্গে অভিযুক্ত সাদ্দামের ছবি প্রসঙ্গে বলেন, "একজন পাবলিকের যে কোনও নেতা নেত্রীর সাথে ছবি থাকতেই পারে । তার মানে এই নয় কোনও দল তাকে সমর্থন করবে । যারা খুনি তাদের কোনও জাত নেই, ধর্ম নেই, দল নেই । খুনিদের শাস্তি আমরা প্রথম থেকে দাবি করে এসেছি, আগামী দিনেও করে যাব । আমরা প্রথম থেকেই এই ঘটনার প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলাম। এবার পথে নামলাম । মহিলাদের পরিচয় প্রথম থেকে না জানার কারণে আমরা পথে নামতে পারিনি। এখন আমরা পথে নেমেছি, ওদের ফাঁসি চাই ।"

ঘটনায় ধৃত সাদ্দাম এবং মঞ্জুরের দ্রুত শাস্তির ব্যবস্থা এবং বাকিদের গ্রেপ্তারের দাবিতে হওয়া মিছিল শেষে হলদিয়া মহিলা থানায় ডেপুটেশনও জমা দেন জেলার মহিলা তৃণমূল নেতৃত্ব ।

ABOUT THE AUTHOR

...view details