পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিশির অধিকারীর সঙ্গে একই মঞ্চে, কাঁথি পৌরসভার চেয়ারম্যানকে শো-কজ তৃণমূলের জেলা সভাপতির - Show Cause for Sharing Stage with Sisir Adhikari

Show Cauese notice to Contai municipality chairman: শিশির অধিকারীর সঙ্গে একই মঞ্চে একটি অনুষ্ঠানে হাজির কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না ৷ কাঁথি পৌরসভার প্রশাসনিক মন্ডলীর কার্যালয়ে বসে তাঁকে শো-কজ করলেন তৃণমূলের জেলা সভাপতি ৷ ঘটনাকে ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে ৷

TMC district president show cause contai Municipality chairman
কাঁথি পৌরসভার চেয়ারম্যানকে শোকজ

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 12:49 PM IST

কাঁথি পৌরসভার চেয়ারম্যানকে শোকজ তৃণমূলের জেলা সভাপতির

কাঁথি, 23 ডিসেম্বর:শিশির অধিকারীর সঙ্গে একই মঞ্চে কাঁথি পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা সুবল মান্না ৷ ঘটনায় তাঁকে শো-কজ করল দল ৷ শুক্রবার রাতে কাঁথি পৌরসভার প্রশাসনিক মণ্ডলীর কার্যালয়ে বসে চেয়ারম্যানকে শো-কজ করলেন তৃণমূলের কাঁথির সংগঠনিক জেলার সভাপতি পীযূষ পণ্ডা। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক । কী করে দলের জেলা সভাপতি পৌরসভার চেয়ারম্যানকে শো-কজ করলেন, উঠছে প্রশ্ন ৷ যদিও কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি পীযূষ পণ্ডা জানিয়েছেন, তিনি কাঁথি পৌরসভার চেয়ারম্যানকে শো-কজ করছেন না ৷ তৃণমূল নেতা সুবল মান্নাকে শো-কজ করেছেন ৷

কয়েকদিন আগে বেসরকারি স্কুলের অনুষ্ঠানে একই মঞ্চে রাজ্যের বিরোধী দলনেতার বাবা শিশির অধিকারীর সঙ্গে দেখা গিয়েছিল কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে । শিশির এখনও তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে কাঁথি লোকসভার সাংসদ রয়েছেন । সেই মঞ্চে বক্তব্য দেওয়ার আগে সুবল মঞ্চে উপস্থিত সাংসদ শিশিরকে প্রণাম করেন ৷ সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই তৃণমূলের অন্দরে গুঞ্জন শুরু হয় । তাহলে শুভেন্দু অধিকারী বারে বারে যে দাবি করে এসেছেন, তাঁর অনুগামীরা এখনও কাঁথি পৌরসভার অফিসের মধ্যেই রয়েছেন? তাহলে কি কাঁথি পৌরসভার চেয়ারম্যান নিজেই তাঁর সঙ্গে রয়েছেন ?

এরপরেই শুক্রবার রাতে কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি পীযূষ পণ্ডা সাংবাদিকদের ডেকে বলেন, "সাংসদ শিশির অধিকারীকে মঞ্চে প্রণাম করা কোনও অন্যায় নয় ৷ এটা নিয়ে কোনও বক্তব্য নেই ৷ তবে শিশির অধিকারীর পরিবার দিনরাত মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে ৷ সেই পরিবারের সদস্যের সঙ্গে একই মঞ্চে থেকে সুবল মান্না দলকে বিড়ম্বনায় ফেলেছেন । তাই তাঁকে শোকজ করা হয়েছে । শুধু তাই নয়, কাঁথি পৌরসভার সমস্ত কাউন্সিলরদের নানারকম অভিযোগ রয়েছে সুবলবাবুর বিরুদ্ধে । তিনি কারোর কথা শুনছেন না ৷ ভালোভাবে পৌরসভা চালাতে পারছেন না । এমন অভিযোগ উঠেছে সুবল মান্নার বিরুদ্ধে । তাই আগামী 24 ঘণ্টার মধ্যে শোকজের নোটিশের যথাযথ জবাব না-দিলে রাজ্য নেতৃত্ব যথাযথ ব্যবস্থা নেবে ।"

যদিও সুবল মান্না এই শোকজের বিষয়ে ইটিভি ভারতকে ফোনে জানান, "প্রথম কথা আমি এখন পর্যন্ত কোন শো-কজের চিঠি পাইনি । আর তিনিই বা আমাকে শোকজ করার কে ? কে ওনাকে এই ক্ষমতা দিয়েছে ?" এই প্রসঙ্গে বিজেপির কাঁথির সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, "শুক্রবার রাতে কাঁথির পৌর প্রশাসনিক ভবনে বসে তৃণমূলের সভাপতি কাঁথি পৌরসভার চেয়ারম্যানকে শো-কজ করেছেন । এখন শাসকদলের কোন দলীয় অফিস নেই । তাই ওনারা সরকারি ভবনে বসে দলীয় কার্যকলাপ করছেন এবং সরকারি অফিসকে দলীয় কার্যালয়ে পরিণত করেছেন । মানুষ এদের শো-কজ করবে । খালি সময়ের অপেক্ষা ।"

আরও পড়ুন:

  1. এক বছরে 10 কোটি টাকা সম্পত্তি বৃদ্ধি শুভেন্দুর বাবার ! অধিকারী পরিবারকে নিশানা কুণালের
  2. 'বাংলাকে গণতন্ত্রের পথ দেখাচ্ছে শুভেন্দু', ছেলেকে দরাজ সার্টিফিকেট বাবার
  3. সাংসদ পদ নিয়ে বিতর্কের আবহেই বিজেপি নেতাদের সঙ্গে এক মঞ্চে, শিশিরকে বিঁধল তৃণমূল

ABOUT THE AUTHOR

...view details