পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল পৌরপ্রধানের বিরুদ্ধে কাটমানির অভিযোগ দলীয় কাউন্সিলরের - TMC inner clash

বিশ্রামাগার তৈরি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ৷ তৃণমূল পৌরপ্রধানের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুললেন দলেরিই কাউন্সিলর ৷

হলদিয়া পৌরসভা

By

Published : Aug 11, 2019, 11:19 PM IST

হলদিয়া, 11 অগাস্ট : তৃণমূল পৌরপ্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুললেন দলীয় কাউন্সিলর ৷ অভিযুক্ত পৌরপ্রধানের নাম শ্যামল আদক ৷ অভিযোগ, টাকা নিয়ে বিশ্রামাগারের পাশে হকার বসানোর চেষ্টা করেছিলেন শ্যামল ৷

হলদিয়া পৌরসভার প্রাক্তন তৃণমূল পৌরপ্রধান তথা বর্তমান কাউন্সিলর দেবপ্রসাদ মণ্ডল ৷ তিনি জানান, হলদিয়া বন্দরের অধীনস্থ হলদিয়া টাউনশিপে একটি বিশ্রামাগার ছিল ৷ হঠাৎই সেই বিশ্রামাগার ভেঙে দেয় হলদিয়া পৌরসভা ৷

দেবপ্রসাদের অভিযোগ, ওই বিশ্রামাগারের পাশে হকার বসাতে চেয়েছিলেন বর্তমান পৌরপ্রধান শ্যামল ৷ এমনকী, তিনি সেই হকারের থেকে টাকাও নিয়েছিলেন বলেও অভিযোগ জানান দেবপ্রসাদ ৷ তাই রাতারাতি ভেঙে দেওয়া হয় বিশ্রামাগার ৷

অভিযোগ অস্বীকার করেছেন পৌরপ্রধান ৷ তিনি বলেন, "বিশ্রামাগার ছিল ৷ কিন্তু ওই বিশ্রামাগারের চাঙড় খসে পড়ছিল ৷ বেশ কয়েকজন আহত হন ৷ তাই আমরা নতুন বিশ্রামাগার তৈরির কাজ শুরু করেছিলাম ৷ কিন্তু বন্দর কর্তৃপক্ষ বাধা দেওয়ায় কাজ বন্ধ হয়ে রয়েছে ৷ আমরা দু'বার চিঠি দিয়েছি বন্দরকে ৷ কিন্তু ওদের তরফে কোনও উত্তর পাইনি ৷" যদিও এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details