পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরীক্ষা শুরু হওয়ার আগে কলেজ গেট আটকে বিক্ষোভ তৃণমূলের - কলেজ গেট আটকে বিক্ষোভ তৃণমূলের

গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিল পড়ুয়ারা । থামাতে গিয়েছিল এলাকাবাসীরা । পরে তাদের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়ে পড়ুয়ারা । এরই প্রতিবাদে পরীক্ষার আগে কলেজের গেট আটকে বিক্ষোভ দেখাল পৌরসভার তৃণমূলের জনপ্রতিনিধিরা ।

protest
প্রতিবাদ সভা

By

Published : Nov 29, 2019, 5:10 AM IST

হলদিয়া, 29 নভেম্বর : নিজেদের মধ্যেই বচসায় জড়িয়ে পড়েছিল পডু়য়ারা । থামাতে গিয়েছিল এলাকাবাসীরা । পরে তাদের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়ে পড়ুয়ারা । এরই প্রতিবাদে কলেজের গেট আটকে বিক্ষোভ দেখাল পৌরসভার তৃণমূলের জনপ্রতিনিধিরা । তাদের এই বিক্ষোভে যোগ দেয় স্থানীয়রাও । এদিকে গতকালই পরীক্ষা ছিল কলেজে । কিন্তু বিক্ষোভের জেরে কলেজে ঢুকতে পারলেন না পড়ুয়ারা ও শিক্ষক-শিক্ষিকারা । পরে পরীক্ষার কথা জানতে পরে বিক্ষোভ তুলে নেওয়া হয় । পাশাপাশি পড়ুয়া ও গ্রামবাসী পক্ষের গন্ডগোল রুখতে মঞ্চ থেকে কলেজের সঙ্গে সমন্বয় কমিটি তৈরির দাবি জানান পৌরসভার চেয়ারম্যান শ্য়ামল আদক ।

20 নভেম্বর (বুধবার)হলদিয়ার গান্ধিনগর এলাকার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পডু়য়ারা গেটের সামনে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে । মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের রূপ নেয় গান্ধিনগর । দু'পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি । অভিযোগ, সেইসময় কয়েকজন পডু়য়া এলাকাবাসীদের লক্ষ্য করে কাচের বোতল ছুড়তে শুরু করে । যার জেরে জখম হন একাধিক সাধারণ মানুষ ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে হলদিয়া থানার পুলিশ । অভিযোগ, পুলিশের উপরও চড়াও হয় ওই পডু়য়ারা । পুলিশকে লক্ষ্য করে ছোড়ে ইট-পাটকেল । তাতে জখম হন তিন পুলিশকর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলদিয়া মহকুমার থানাগুলি থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থানে এসে পৌঁছায় । কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস প্রয়োগ করে উভয় পক্ষকে প্রথমে ছত্রভঙ্গ করা হয় । প্রায় কয়েক ঘণ্টা ধরে দু'পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলে ।

বিক্ষোভকারীদের অভিযোগ, এই ঘটনার পরেও কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের সংযত করার জন্য কোনও ব্যবস্থা নেয়নি। উলটে তারা ছাত্রদের উৎশৃঙ্খল হওয়ার জন্য মদত দিচ্ছে । আর তাই গতকাল কলেজের গেট বন্ধ রেখে কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন স্থানীয় বাসিন্দা ও হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদক । দীর্ঘক্ষন পর পরীক্ষার কথা জানতে পেরে বিক্ষোভ তুলে নেয় তারা । পাশাপাশি কলেজ কর্তৃপক্ষকে পনের দিনের মধ্যে আলোচনা করে পৌরসভার সঙ্গে একটি সমন্বয় কমিটি তৈরি করার আর্জি জানিয়ে এলাকা ছাড়েন পৌরসভার চেয়ারম্যান ।

কলেজ সূত্রে খবর, গতকাল পলিটেকনিক ও ইঞ্জিনিয়রিং কলেজের পরীক্ষা হওয়ার কথা ছিল । যে কারণে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা বেশ কিছুটা সময় আগে থেকেই কলেজের গেটে এসে উপস্থিত হন । কিন্তু বিক্ষোভের জেরে কলেজে ঢুকতে না পারায় সমস্যায় পড়েন তাঁরা । তবে, এবার ফের যাতে কোনও অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য জেলা পুলিশের তরফে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী ।

কলেজের গেট আটকানোর কথা অস্বীকার করেছেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদক । তিনি বলেন, "হলদিয়া বরাবরই শান্তিপূর্ণ এলাকা । আমরা চাই এখানে উভয় পক্ষের মধ্যে শান্তি বিরাজ করুক । এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর কলেজ কর্তৃপক্ষ কোনও সদর্থক ভূমিকা গ্রহণ করেনি । এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছেন তাই তাদের নিয়ে প্রতিবাদ সভা করেছি । পরীক্ষা রয়েছে কি না তা আমাদের জানা নেই তাই কর্তৃপক্ষকে পনেরো দিন সময় দিয়ে গেলাম । তার মধ্যেই উভয়পক্ষ যেন বসে সমন্বয় কমিটি তৈরি করে সমস্যা সমাধান করে ।"

ABOUT THE AUTHOR

...view details