পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bhupatinagar Bomb Blast: অভিষেকের সভার আগে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, মৃত বুথ সভাপতি-সহ 3 - TMC

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 2 ব্লকের ভূপতিনগরে বোমা বিস্ফোরণে উড়ল তৃণমূল নেতার বাড়ি (Bhupatinagar Bomb Blast) ৷ ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি-সহ 3 জনের দেহ উদ্ধার হয়েছে (TMC Booth President Body Recovered) ৷ আজ এই জেলাতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ৷

tmc-booth-president-body-recovered-in-bhupatinagar-bomb-blast-incident
tmc-booth-president-body-recovered-in-bhupatinagar-bomb-blast-incident

By

Published : Dec 3, 2022, 9:43 AM IST

Updated : Dec 3, 2022, 10:17 AM IST

ভূপতিনগর, 3 ডিসেম্বর: কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে বিস্ফোরণে কাঁপল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 2 ব্লকের ভূপতিনগর এলাকা (Bhupatinagar Bomb Blast) ৷ এই ঘটনায় ভূপতিনগরের তৃণমূলের বুথ সভাপতির ঝলসানো দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে (TMC Booth President Body Recovered) ৷ এছাড়াও, আরও 2 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ মৃত তৃণমূল বুথ সভাপতির নাম রাজকুমার মান্না ৷ ঘটনায় রাজকুমার মান্নার ভাই দেবকুমার মান্নারও মৃত্যু হয়েছে ৷

অভিযোগ শুক্রবার রাত 10টা নাগাদ ভূপতিনগরের অর্জুননগর গ্রামপঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ হয় ৷ যে ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাড়িটি পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ৷ প্রথমটায় বলা হচ্ছিল, ঘটনা কোনও হতাহতের খবর নেই ৷ কিন্তু, এদিন সকালে তৃণমূলেরর বুথ সভাপতি রাজুকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না এবং তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বিশ্বজিৎ গায়েনের দেহ বিস্ফোরণ স্থল থেকে বেশ কিছুটা দূরে উদ্ধার হয়েছে ৷ এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে বোমা বাঁধছিল ৷ সেই সময়ই বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ যদিও, তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এর সঙ্গে তাদের দলের কোনও সম্পর্ক নেই ৷ পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে তৃণমূল নেতা তন্ময় ঘোষ ৷

প্রসঙ্গত, আজ কাঁথিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে এই মহা জনসভার আগে ভগবানপুর 2 ব্লকে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বিস্ফোরণে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যদিও, তৃণমূলের তরফে পুরো বিষয়টিতে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করা হয়েছে ৷ উল্লেখ্য, গত কয়েকদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করে আসছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে পূর্ব মেদিনীপুরে তাঁদের কর্মীদের উপরে হামলা চালাচ্ছে বিজেপি ৷

আরও পড়ুন:শব্দবাজি বন্ধ হলেও বোমাবাজি বন্ধ হয় না ! কাঁকিনাড়া কাণ্ডে তোপ শুভেন্দুর

অন্যদিকে, এই ঘটনায় গতকাল তৃণমূলের তরফে প্রথমটায় জানানো হয়েছিল কোনও হতাহতের খবর নেই ৷ কিন্তু, আজ সকালে তৃণমূলের বুথ সভাপতি-সহ 3 জনের দেহ উদ্ধারে ঘটনাটি নয়া মোড় নিয়েছে ৷ এ নিয়ে ভগবানপুরে বিধায়ক তথা বিজেপি নেতা রবীন্দ্রনাথ মাইতি বলেন, ‘‘রাতের অন্ধকারে বোম বাঁধতে এমনই ঘটনা ৷ পুলিশের উপস্থিতিতে মৃতদেহ গায়েব করার চক্রান্ত চলছে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি না করে, পশ্চিম মেদিনীপুরে নিয়ে যাওয়া হয়েছে ৷ মৃতের সংখ্যা আরও বেশি বলে মনে করছি ৷ পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ৷’’ যদিও, এই ঘটনায় পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

Last Updated : Dec 3, 2022, 10:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details