ভূপতিনগর, 3 ডিসেম্বর: কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে বিস্ফোরণে কাঁপল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 2 ব্লকের ভূপতিনগর এলাকা (Bhupatinagar Bomb Blast) ৷ এই ঘটনায় ভূপতিনগরের তৃণমূলের বুথ সভাপতির ঝলসানো দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে (TMC Booth President Body Recovered) ৷ এছাড়াও, আরও 2 জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ মৃত তৃণমূল বুথ সভাপতির নাম রাজকুমার মান্না ৷ ঘটনায় রাজকুমার মান্নার ভাই দেবকুমার মান্নারও মৃত্যু হয়েছে ৷
অভিযোগ শুক্রবার রাত 10টা নাগাদ ভূপতিনগরের অর্জুননগর গ্রামপঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ হয় ৷ যে ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাড়িটি পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ৷ প্রথমটায় বলা হচ্ছিল, ঘটনা কোনও হতাহতের খবর নেই ৷ কিন্তু, এদিন সকালে তৃণমূলেরর বুথ সভাপতি রাজুকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না এবং তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বিশ্বজিৎ গায়েনের দেহ বিস্ফোরণ স্থল থেকে বেশ কিছুটা দূরে উদ্ধার হয়েছে ৷ এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷
বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে বোমা বাঁধছিল ৷ সেই সময়ই বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ যদিও, তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এর সঙ্গে তাদের দলের কোনও সম্পর্ক নেই ৷ পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে ৷ অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে তৃণমূল নেতা তন্ময় ঘোষ ৷