পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পটাশপুরে তৃণমূল-BJP সংঘর্ষ, আহত 8 - TMC-BJP clash in Patashpur

তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 ব্লক ৷ ঘটনায় উভয়পক্ষের 8 জন আহত হয়েছেন ৷

TMC-BJP clash in Patashpur
পটাশপুরে তৃণমূল-BJP সংঘর্ষে আহত 8

By

Published : Jul 3, 2020, 1:51 PM IST

পটাশপুর, 3 জুলাই : তৃণমূল- BJP সংঘর্ষে জখম উভয় পক্ষের 8 জন ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকে ৷

জানা গিয়েছে, আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকায় স্বজনপোষনের অভিযোগ তোলে BJP কর্মীরা ৷ সেই অভিযোগে পটাশপুর দুই ব্লকে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ সেইমতোই প্রতাপদিঘী এলাকা থেকে মিছিল বের করে BJP কর্মী সমর্থকেরা ৷ অভিযোগ, রাস্তায় তৃণমূলের বেশ কয়েকজন লোক তাঁদের পথ আটকায় ৷ শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা ৷ এমনকী হাতাহাতি পর্যন্ত হয় ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় পটাশপুর থানার পুলিশ ৷ জানা গিয়েছে, ঘটনায় BJP-এর 6 জন কর্মী ও তৃণমূলের 2 জন কর্মী আহত হয়েছেন ৷

স্থানীয় BJP নেতা মোহন সিং বলেন, "আমফান ঘূর্ণিঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়ে দলের কর্মীদের ক্ষতিপূরণ দেওয়া হয় ৷ ক্ষতিপূরণ ও স্বজনপোষণের অভিযোগে ব্লক অফিসে ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু, রাস্তায় বেশ কিছু তৃণমূল কর্মী পথ আটকায় ৷ এমনকি আমাদের কর্মীদের মারধর পর্যন্ত করা হয় ৷" ঘটনা প্রসঙ্গে আর এক BJP নেতা আশিস দাস বলেন, "ব্লক অফিসে তৃণমূলের দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে ডেপুটেশন দিতে এসেছিলাম ৷ রাস্তায় তৃণমূল কর্মীরা আমাদের বাঁধা দেয় ৷ এরপরেই আমাদের কর্মীদের মারধর শুরু করে তারা ৷ "

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷ তৃণমূল নেতা মৃণাল কান্তি দাস বলেন, "তৃণমূলের লোকজন কারও উপর হামলা করেনি ৷ উলটে, BJP-এর লোকজনই হামলা চালায় ৷ হামলায় আমাদের দুইজন কর্মী আহত হয়েছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details