কাঁথি, 13 নভেম্বর: বিজেপির মিছিলে বোমা ও গুলি নিয়ে হামলার অভিযোগ ৷ অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা ৷ রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দু'নম্বর ব্লকের বরজ গ্রাম পঞ্চায়েতের বিজয়নগর গ্রামে । যদিও বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ করেছে তৃণমূল (TMC BJP Clash in Bhagabanpur)৷
জানা গিয়েছে, নন্দীগ্রামের গোকুলনগরের সভা থেকে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে সম্প্রতি যে আপত্তিকর মন্তব্য করেছেন, তার প্রতিবাদে এদিন স্থানীয় ভগবানপুরের বিধায়কের নেতৃত্বে ওই এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিজেপি । মিছিল চলাকালীন বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানো হয় বলে অভিযোগ করেছেন ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি ৷ ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি ৷ এলাকায় শুরু হয়েছে পুলিশি টহল (TMC BJP Clash in Purba Medinipur ) ৷