পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভগবানপুরে তৃণমূল-BJP সংঘর্ষ, জখম 4

তৃণমূল-BJP সংঘর্ষ ৷ জখম 4 ৷ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অন্তর্গত ভগবানপুর 2 নম্বর ব্লকের কাঁটাপুখুরিয়ায় ঘটনা ৷ এলাকায় উত্তেজনা রয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল চলছে ৷

ভগবানপুরে তৃণমূল-BJP সংঘর্ষ

By

Published : Sep 1, 2019, 11:53 PM IST

Updated : Sep 2, 2019, 6:18 PM IST

ভূপতিনগর, 1 সেপ্টেম্বর: তৃণমূল-BJP সংঘর্ষ ৷ জখম 4 ৷ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অন্তর্গত ভগবানপুর 2 নম্বর ব্লকের কাঁটাপুখুরিয়ায় ঘটনা ৷

আজ এলাকায় তৃণমূলের একটি শান্তি মিছিল ছিল ৷ অভিযোগ, সেই মিছিল থেকেই BJP কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় । অভিযোগ, জুখিয়ার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান অম্বিকেশ মান্নার নেতৃত্বে তৃণমূলের কর্মী-সমর্থকরা হামলা চালায় ৷ একাধিক BJP কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ পাশাপাশি BJP কর্মী নাড়ু বেরা ও সঞ্জীব বেরাকে মারধর করা হয় ৷ লোহার রড দিয়ে সঞ্জীবের মাথা ফাটিয়ে দেওয়া হয় ৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয় ।

দেখুন ভিডিয়ো...

এ প্রসঙ্গে BJP-র জেলা সভাপতি (কাঁথি) অনুপ চক্রবর্তী বলেন, "পুলিশের মদতে এলাকা দখল নেওয়ার জন্য পরিকল্পনা মাফিক শাসক দলের গুন্ডারা এদিন হামলা চালিয়েছে । এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য বোমা ছুড়েছে । বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করেছে । আমাদের দলের কয়েকজন কর্মী আক্রান্ত ।"

অভিযোগ অস্বীকার করেছে শাসকদল । অম্বিকেশবাবুর পালটা বক্তব্য, গত রবিবার দলের কার্যালয়ে ঢুকে বনবিহারী মাইতি নামে এক তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছিল৷ এই ঘটনার প্রতিবাদে আজ শান্তি মিছিলের আয়োজন করা হয়েছিল । কিন্তু সেখানে BJP-র কর্মী-সমর্থকরা জড়ো হয়ে উস্কানিমূলক মন্তব্য করছিল । যার জন্যই প্রথমে উভয়পক্ষের মধ্যে বচসা বাধে ৷ BJP-র কর্মীরা তাঁদের দলের দু'জনকেই মারধর করেছে ।

তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনও পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি ৷ তবে এলাকায় উত্তেজনা রয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল চলছে ৷

Last Updated : Sep 2, 2019, 6:18 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details