ময়না, 4 জানুয়ারি : লোকসভা নির্বাচনের পর কিছুদিন শান্ত থাকলেও তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের রাত থেকেই আবার অশান্ত ময়নর বাকচা । BJP কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর ও এলাকায় বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । যদিও তৃণমূলের তরফে অস্বীকার করা হয়েছে এই অভিযোগ ।
সম্প্রতি ময়না বিধানসভায় নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে BJP-র তরফে একটি অভিনন্দন র্যালির আয়োজন করা হয় । অভিযোগ, তারপর থেকেই এলাকার BJP কর্মীদের বাড়িতে হুমকি দিচ্ছিল স্থানীয় তৃণমূল নেতারা । স্থানীয়দের একাংশের তরফে জানা যায়, বুধবার রাতে তৃণমূলের বাকচা এলাকার ২২৯ নম্বর বুথের ভঞ্জ পাড়ায় ব্যাপক ভাঙচুর ও বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । মারধর করা হয় নিমাই ভঞ্জ, দিলীপ ভঞ্জ সহ 4 BJP কর্মীকে । এছাড়াও লক্ষণ বাগ, রবীন্দ্রনাথ বর্মণ, নিমাই ভঞ্জ, রবীন্দ্রনাথ বর্মণ ও লক্ষণ বর্মণের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় দুষ্কৃতীরা । আহতদের তড়িঘড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ।