পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ময়নার বাকচায় TMC -BJP সংঘর্ষ, বোমাবাজি - tmc-bjp clash in bakcha

তৃণমূলের বাকচা এলাকার ২২৯ নম্বর বুথের ভঞ্জ পাড়ায় ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

ছবি
ছবি

By

Published : Jan 4, 2020, 5:00 AM IST

ময়না, 4 জানুয়ারি : লোকসভা নির্বাচনের পর কিছুদিন শান্ত থাকলেও তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের রাত থেকেই আবার অশান্ত ময়নর বাকচা । BJP কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর ও এলাকায় বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । যদিও তৃণমূলের তরফে অস্বীকার করা হয়েছে এই অভিযোগ ।

সম্প্রতি ময়না বিধানসভায় নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে BJP-র তরফে একটি অভিনন্দন র‌্যালির আয়োজন করা হয় । অভিযোগ, তারপর থেকেই এলাকার BJP কর্মীদের বাড়িতে হুমকি দিচ্ছিল স্থানীয় তৃণমূল নেতারা । স্থানীয়দের একাংশের তরফে জানা যায়, বুধবার রাতে তৃণমূলের বাকচা এলাকার ২২৯ নম্বর বুথের ভঞ্জ পাড়ায় ব্যাপক ভাঙচুর ও বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । মারধর করা হয় নিমাই ভঞ্জ, দিলীপ ভঞ্জ সহ 4 BJP কর্মীকে । এছাড়াও লক্ষণ বাগ, রবীন্দ্রনাথ বর্মণ, নিমাই ভঞ্জ, রবীন্দ্রনাথ বর্মণ ও লক্ষণ বর্মণের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় দুষ্কৃতীরা । আহতদের তড়িঘড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ।

BJP কর্মী রবীন্দ্রনাথ বর্মণের অভিযোগ, "গতকাল রাতে প্রায় দেড়শ-দুশো তৃণমূল কর্মী গ্রামে এসে বোমাবাজি করে । আতঙ্কে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে যাই । আমার বাড়িতেও ভাঙচুর চালায় তৃণমূলের দুষ্কৃতীরা । রাতে এলাকার মহিলারা বঁটি নিয়ে রুখে দাঁড়ালে দুষ্কৃতীরা এলাকা ছাড়তে বাধ্য হয় ।"

যদিও মারধর ও বোমাবাজির অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূলের ব্লক নেতৃত্ব । তৃণমূল কংগ্রেসের ময়না ব্লকের সভাপতি সুব্রত মালাকার জানান, দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাকচাতে দলীয় পতাকা উত্তোলন করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল । সেখানে BJP কর্মীরা এসে আমাদের দলীয় কর্মীদের মারধর করে । ওই এলাকা আমাদের দলের নিয়ন্ত্রণে না থাকায় দলীয় কর্মীরা পিছু হটে । রাতে কী ঘটেছে আমার জানা নেই । এলাকার দলীয় কর্মীদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করার অনুরোধ জানানো হয়েছে প্রশাসনকে । বোমাবাজির ঘটনার সঙ্গে আমাদের কোনও কর্মী যুক্ত নয় ।

ABOUT THE AUTHOR

...view details