পটাশপুর, 27 জুন : BJP করার 'অপরাধে' বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার আড়গোয়াল এলাকায় । আহতদের পটাশপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয়েছে ।
অভিযোগ, তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী লাঠিসোটা নিয়ে BJP সমর্থকদের বাড়িতে হামলা করে । বেশ কয়েকজনকে মারধর করে । বাড়ির মহিলারা আটকাতে যায় । তাদেরও মারা হয় । অভিযোগ, শ্লীলতাহানিও করা হয়েছে ।