পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবিভিপি-র পতাকা লাগানো নিয়ে উত্তপ্ত বাজকুল কলেজ

আজ এবিভিপির সদস্যরা কলেজে পতাকা লাগাতে গেলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদরা বাধা দেন বলে অভিযোগ । তারপরেই দু'পক্ষের মধ্যে গন্ডগোল হয় । দু'টি মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় ।

emid
কলেজে এভিবিপি-র পতাকা লাগানো নিয়ে ধুন্ধুমার

By

Published : Jan 4, 2021, 2:37 PM IST

Updated : Jan 4, 2021, 4:53 PM IST

ভগবানপুর, 4 জানুয়ারি : এবিভিপি-র পতাকা লাগানো নিয়ে উত্তপ্ত হয়ে উঠল বাজকুল কলেজ । ঘটনায় এবিভিপি-র কয়েকজন ছাত্র আহত হয়েছেন । তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলা হয়েছে । এদিকে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ ।


আজ এবিভিপির সদস্যরা কলেজে পতাকা লাগাতে গেলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদরা বাধা দেন বলে অভিযোগ । তারপরেই দু'পক্ষের মধ্যে গন্ডগোল হয় । দু'টি মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা দিঘা-নন্দকুমারে 116বি জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভও দেখায় ।

এবিভিপি-র পতাকা লাগানো নিয়ে উত্তপ্ত বাজকুল কলেজ

আরও পড়ুন, কৃষিজমি ক্রয় কিংবা চুক্তিভিত্তিক চাষে প্রবেশের পরিকল্পনা নেই, জানাল রিলায়েন্স

তৃণমূল ছাত্র পরিষদের তরফে প্রসেনজিত দে বলেন, "এবিভিপি-র বাইক পুড়িয়ে দিয়েছে ? এবিভিপি খায় না মাথায় দেয় । এভিবিপি-র কোনও অস্তিত্ব আছে নাকি আমাদের পূর্ব মেদিনীপুরে । ভুলভাল অভিযোগ তুলছে । তৃণমূল গঠনমূলক কাজ করে । ধ্বংসাত্মক নয় । নিজেদের মধ্যে ঝামেলা করে এটা ঘটিয়েছে । "

Last Updated : Jan 4, 2021, 4:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details