মন্দারমণি, 4জুুলাই: লকডাউন শিথিল হওয়ার পর খুলেছেরাজ্যের পর্যটন কেন্দ্রগুলি । খুলেছে মন্দারমণিও । পর্যটন কেন্দ্রগুলি খুলতে নাখুলতেই অনেকেই বেরিয়ে পড়েছেন ঘুরতে । গতকাল পাঁচ যুবক একসঙ্গে হাওড়া থেকে দিঘাবেড়াতে আসেন । আজ সকালে মন্দারমণি কোস্টাল থানা এলাকার জলদায় সমুদ্রে স্নান করতেনেমে তলিয়ে যায় তিন যুবক । একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকি দু'জনকে বাঁচানো যায়নি ।
মন্দারমণিতে সমুদ্রে তলিয়ে গেল 2 যুবক
মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে ভেসে যায় তিন যুবক । একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকি দু'জনকে বাঁচানো যায়নি ।
মন্দারমণিতেসমুদ্রে তলিয়ে গেল2যুবক
গতকালপাঁচ বন্ধু মিলে হাওড়া থেকে দিঘা বেড়াতে আসেন । তাঁদের মধ্যে গোলাম মোহাম্মদ (26),মোহাম্মদ জুনেত (29)ও উজির আহমেদ (28)আজ সকালে মন্দারমণি কোস্টাল থানাএলাকার জলদায় সমুদ্র স্নানে যায় । জলে নেমে তিন বন্ধুই ভেসে যায় । তা দেখেস্থানীয়রা তৎক্ষণাৎ বাঁচাবার চেষ্টা করেন । উজিরকে বাঁচানো সম্ভব হলেও বাকি দু'জনকে বাঁচানো যায়নি । ঘটনার কিছুক্ষণপর গোলাম ও জুনেতের দেহ উদ্ধার হয় । উজিরকে বড়রাঙ্কুয়া হাসপাতালে ভরতি করা হয়েছে ।
মন্দারমণি কোস্টাল থানারOCশুভজিৎ সরকার বলেন, "পাঁচ বন্ধু মিলে গতকাল দিঘায় বেড়াতে এসেছিলেন । আজদিঘা থেকে একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে তাঁরা জলদায় সমুদ্রে স্নান করতে গেছিলেন। তিন বন্ধু সমুদ্রে তলিয়ে যান । একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে ।তবে বাকি দু'জনকে বাঁচানো যায়নি । তাঁদের দেহ উদ্ধার হয়েছে । প্রত্যেকের পরিবারে খবরদেওয়া হয়েছে ।