পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Digha: দিঘার সমুদ্রের জলোচ্ছ্বাসে ভেসে যাচ্ছিলেন তিন পর্যটক, নুলিয়াদের জন্য হল প্রাণরক্ষা - তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়

দিঘার সমুদ্রের জলোচ্ছ্বাসে ভেসে যাচ্ছিলেন তিন পর্যটক (Three Tourists were floating in Digha Sea)৷ তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অল্পের জন্য হল প্রাণরক্ষা ৷ পাশাপাশি সমুদ্রের ভরা কোটালে দিঘার রাস্তা-ঘাট-সহ পুরনো দিঘার একটি কলোনি জলমগ্ন হয়ে যায়। এমনকী বাড়ির ভিতরেও জল ঢুকে যায়।

Digha
দিঘার সমুদ্রের জলোচ্ছ্বাসে ভেসে যাচ্ছিলেন তিন পর্যটক

By

Published : Jul 15, 2022, 8:31 PM IST

দিঘা, 15 জুলাই:পূর্ণিমার ভরা কোটালের জেরে দিঘার সমুদ্র উপকূলবর্তী তাজপুর, মন্দারমণি চাঁদপুর এলাকায় প্রবল জলোচ্ছ্বাস দেখা গেল। শুক্রবার উত্তর 24 পরগনার দেগঙ্গা থানার দক্ষিণ কচু চৌকিপাতা এলাকা থেকে দিঘায় বেড়াতে আসেন কয়েকজন পর্যটকরা। বহু পর্যটকরা সমুদ্রের জলোচ্ছ্বাস দেখার জন্য গাডওয়ালে বসেছিলেন। হঠাৎই একটি ঢেউ আছড়ে পড়ে। যার জেরে একই পরিবারের তিন জন সমুদ্রে তলিয়ে যান (Three Tourists were floating in Digha Sea)।

নুলিয়ারা দেখতে পেয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে ওই তিন জনকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান ৷ অপরদিকে, চাঁদপুর এলাকায় সমুদ্রের জল গাডওয়াল টপকে গ্রামের ভিতরে প্রবেশ করেছে। এর কারণে চাষের জমি জলের তলায়। এমনকী ঘরের ভিতরেও জল ঢুকে যায়। বেশ কয়েকটি পরিবারকে বাড়ি থেকে বের করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা জারি হয়েছে। তার সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

সমুদ্রের জলোচ্ছ্বাসে ভেসে যাচ্ছিলেন তিন পর্যটক, নুলিয়াদের জন্য হল প্রাণরক্ষা

আরও পড়ুন:দিঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস দেখতে ভিড় পর্যটকদের

পর্যটন কেন্দ্রগুলোতে সমুদ্রে পর্যটকদের নামতে বারণ করা হয়েছে। দিঘা সমুদ্র-সহ উপকূলবর্তী এলাকা গুলোতে প্রশাসনের তরফ থেকে বাড়তি নজরদারি চালানো হচ্ছে ৷ এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী। বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া এবং বাতাসের গতিবেগ ঘণ্টা প্রতি 45 কিমি বা তার বেশি থাকার সম্ভাবনার জন্যে পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে মৎস্য শিকারের জন্য নিষেধ করা হচ্ছে। আর যে সমস্ত মৎস্যজীবীরা মাঝ সমুদ্রে মৎস্য শিকারের জন্য গিয়েছেন তাঁদের ফিরে আসতে বলা হচ্ছে।

For All Latest Updates

TAGGED:

Digha

ABOUT THE AUTHOR

...view details