পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"এই পার্টিটা আর থাকবে না ", তৃণমূলকে আক্রমণ দিলীপের - TMC party

আজ দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মভিটেতে গিয়ে মাল্যদান করেন দিলীপ ঘোষ । এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী সহ অন্যরা ।

This party will no longer exist, Dilip Ghosh is targeting TMC party
BJP - র রাজ্য সভাপতি দিলীপ ঘোষে

By

Published : Dec 6, 2020, 4:43 PM IST

কাঁথি, 6 ডিসেম্বর : এই পার্টিটা আর টিকবে না ৷ দিঘায় চায়ে পে চর্চার পর কাঁথিতে গিয়ে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

দিলীপবাবু বলেন, "আমি বলেছিলাম এই পার্টিটা আর টিকবে না । রোজ একটা একটা করে পিলার ও দেওয়াল সব ধসে পড়ে যাচ্ছে । যে ক্ষোভ আজকে নেতারা দেখাচ্ছেন তাঁরা তাদের নিজের মনের কথা উগড়ে দিচ্ছেন । তাঁরা নিজেদের ক্ষোভপ্রকাশ করছেন ৷ তাঁরা উন্নয়নের রাস্তা খুঁজছেন ৷ আগামী দিনে বাংলার দিশা কোনদিকে যাচ্ছে বাংলার মানুষই তা ঠিক করবে ৷ "

BJP - র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের

আজ দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মভিটেতে গিয়ে মাল্যদান করেন দিলীপ ঘোষ । ছিলেন BJP নেতা জয়প্রকাশ মজুমদার, কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী সহ আরও অনেক নেতা ও কর্মীরা ।

তিনি বলেন, "চণ্ডীভেটির এখনও উন্নয়ন হয়নি । আমরা যদি সরকারে আসি তাহলে এই মহাপুরুষের জন্মভিটে নতুন রূপে সাজাব ।"

ABOUT THE AUTHOR

...view details