হলদিয়া, 31 মার্চ : লকডাউনের জেরে বন্ধ মদের দোকান । কর্মীরাও যে যার বাড়িতে । এই সুযোগেই দেওয়ালে সিঁদ কেটে মদ চুরি করল কয়েকজন দুষ্কৃতী। ঘটনায় হলদিয়া মহকুমার আবগারি দপ্তর ও ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে।
লকডাউনে দেওয়ালে সিঁদ কেটে চুরি মদের দোকানে
হলদিয়ার মাখনবাবুর বাজারে একটি ভাড়া বাড়িতে চলে মদের দোকানটি। গতরাতে কয়েকজন দুষ্কৃতী দেওয়ালে সিঁদ কেটে মদ চুরি করে নিয়ে যায় ।
হলদিয়ার মাখনবাবুর বাজারে একটি ভাড়া বাড়িতে চলে মদের দোকানটি। দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর দোকান বন্ধ করে দেন মালিক । কর্মচারীরাও ছুটিতে বাড়ি চলে যান। ফলে দোকান ফাঁকা । আর এই সুযোগেই গতরাতে দেওয়ালে সিঁদ কেটে ভিতরে ঢোকে কয়েকজন । তারপর কয়েকটি মদের বোতল নিয়ে চম্পট দেয় তারা। সকাল দশটা নাগাদ ভাঙা দেওয়াল নজরে আসে স্থানীয়দের । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান দোকানের মালিক । ভিতরে ঢুকলে দেখা যায়, পুরো দোকান লণ্ডভণ্ড । উধাও দামি মদের বোতালগুলি । কয়েকটি বোতল গড়াগড়ি খাচ্ছে মেঝেতে । ঘটনায় হলদিয়া মহকুমার আবগারি দপ্তর ও ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন দোকানের মালিক ।
স্থানীয় বাসিন্দা সৌমেন মাইতি জানান, লকডাউনের জেরে মদের দোকান বন্ধ । বোধহয় খুব বিপাকে পড়েছিল এলাকার মদ্যপরা। কোনও পথ না পেয়ে ওরাই হয়তো দেওয়াল ভেঙে মদের বোতল নিয়ে চম্পট দিয়েছে । এবিষয়ে হলদিয়া টাউনশিপ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বুদ্ধদেব মাল জানান, অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আপাতত দোকানের স্টক মেলানোর কাজ চলছে । তা শেষ হলেই জানা যাবে, ঠিক কত টাকার মদ চুরি গেছে।