মহিষাদল, ২৪ ফেব্রুয়ারি : গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় এক যুবকের। ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার রামবাগ কালীমন্দির এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম প্রণব অধিকারী(৩৫)।
গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার যুবকের - mahisadal
গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় এক যুবকের।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রণবের পরিবারে দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। গত রাতে সেই অশান্তি চরমে উঠলে বাড়ি থেকে বেরিয়ে যায় প্রণব। আজ সকালে এলাকার বাসিন্দারা তাকে ওড়নায় ফাঁস লাগা অবস্হায় গাছে ঝুলতে দেখে। মহিষাদল থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠায়।
মহিষাদল থানার OC পার্থ বিশ্বাস জানিয়েছেন, "প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির কারণেই যুবক আত্মহত্যা করেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।"