এগরা, 16 মে : করোনার দ্বিতীয় পর্যায়ে করোনা রোগীদের অক্সিজেনের জন্য যখন হাহাকার পড়েছে। সেসময় অক্সিজেনের ঘাটতি মেটাতে নতুন অক্সিজেন প্লান্ট তৈরির কাজ শুরু হল পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন প্লান্টের কাজ খতিয়ে দেখেন এগরা মহকুমা হাসপাতালের সুপার ও এগরা রুগি কল্যাণ সমিতির চেয়ারম্যান বাদল অশ্রু ঘাঁটা।
অক্সিজেন প্লান্টের বাজেট 70 থেকে 80 লাখ টাকা। এই অক্সিজেন প্লান্ট থেকে অক্সিজেন সরবরাহ করা হবে এগরা সুপার স্পোশালিটি হাসপাতাল ও এগরা মহাকুমা হাসপাতাল সহ এগরা মহাকুমার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে । এগরা সুপার স্পোশালিটি হাসপাতালের সুপার ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বাদল আশ্রু ঘাঁটা বলেন , "এটি রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে। আমি চাই যত সম্ভব তাড়াতাড়ি এই প্লান্ট চালু হোক ৷"