পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটমানি ফেরতের দাবিতে বাড়িতে আগুন - কাটমানি

গ্রামের বাসিন্দা বিমলকুমার জানা বলেন, "মঞ্জুদেবী বেশ কিছু টাকা কালোবাজারি করেছেন । উনি শুধু ইন্দিরা আবাস যোজনারই টাকা নেননি । কেউ দল পরিবর্তন করলে তাঁর কাছ থেকেও টাকা নিতেন ।"

কাটমানি ফেরতের পোস্টার

By

Published : Jul 18, 2019, 4:53 PM IST

মেদিনীপুর, 18 জুলাই : কাটমানি ফেরত চেয়েছিল গ্রামের বাসিন্দারা । কিন্তু, তা ফেরত না পেয়ে পঞ্চায়েত সদস্যার বাড়িতে আগুন ধরানোর অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে । অন্যদিকে, গ্রামবাসীদের অভিযোগ, কাটমানির টাকা ফেরত দিতে না পেরে নিজেই বাড়িতে আগুন লাগান ওই পঞ্চায়েত সদস্যা । পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের পঁচেট গ্রাম পঞ্চায়েতের গ্রামের ঘটনা ।

আজ সকালে গ্রামের বাসিন্দারা কাটমানি ফেরতের পোস্টার হাতে মঞ্জু প্রধানের বাড়িতে বিক্ষোভ দেখাতে শুরু করে । গ্রামের বাসিন্দা বিমলকুমার জানা বলেন, "মঞ্জুদেবী বহু টাকা কালোবাজারি করেছেন । উনি শুধু ইন্দিরা আবাস যোজনারই টাকা নেননি । কেউ দল পরিবর্তন করলে তাঁর কাছ থেকেও টাকা নিতেন ।"

গ্রামবাসীদের অভিযোগ, বাড়িতে আগুন লাগার ব্যাপারে মঞ্জুদেবী ও তাঁর ছেলে মিথ্যা অভিযোগ করছেন । অন্যদিকে, মঞ্জুদেবী ও তাঁর ছেলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details