পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 27, 2021, 7:53 PM IST

ETV Bharat / state

Digha Fish : দীঘা মোহনায় আবারও ধরা পড়ল তেলিয়া ভোলা মাছ

গতকালের পর আজ আবারও দীঘা মোহনায় ধরা পড়ল বেশ কয়েকটি তেলিয়া ভোলা মাছ ৷ এক একটির ওজন প্রায় 17-20 কেজি করে। আনুমানিক মূল্য প্রায় 57 লক্ষ টাকা ৷

Digha Fish
দীঘা মোহনায় আবারও ধরা পড়ল তেলিয়া ভোলা মাছ

দীঘা, 27 অক্টোবর: পূর্ব ভারতের বৃহত্তম নোনা মাছের মার্কেট দীঘা মোহনা। এই মোহনায় গতকালের পর আজ আবারও একই মালিকের ট্রলারে 37টি তেলিয়া ভোলা মাছ ধরা পড়ল । যার এক একটির ওজন প্রায় 17-20 কেজি করে। প্রায় 10 হাজার টাকা কেজি দরে মাছগুলিকে বিক্রি করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় 57 লক্ষ টাকা। গতকালের মতো আজও একই মালিক চঞ্চল প্রধানের মা বাসন্তী ট্রলারে উঠেছে মাছগুলি।

স্থানীয় সূত্রে খবর, গতকাল গভীর রাতে আবারও মা বাসন্তী নামের একটি ট্রলারে 37টি তেলিয়া ভোলা ওঠে। এইদিন দীঘা মোহনায় আবারও সেই একই মাছ ব্যবসায়ী শ্যামসুন্দর দাসের কাঁটায় মাছগুলিকে নিয়ে আসা হয়। দুপুর গড়িয়ে যায় দর চলতে থাকে। শেষ পর্যন্ত 56 লক্ষ 98 হজার 600 টাকায় কলকাতার এসএফটি কোম্পানি এই মাছগুলি কিনে নেয়।

দীঘা মোহনায় আবারও ধরা পড়ল তেলিয়া ভোলা মাছ

আরও পড়ুন: দীঘা মোহনায় উদ্ধার তেলিয়া ভোলা মাছ, বিক্রি হল কোটি টাকায়

জানা যায়, এই তেলিয়া ভোলা মাছগুলি গভীর সমুদ্রে একসঙ্গে চাঁক বেঁধে থাকে। কোনওক্রমে দলছুট হলে কিছু কিছু এই তেলিয়া ভোলা গভীর সমুদ্র থেকে উঠে আসে। আরও জানা গিয়েছে, এই মাছের পেটের ভিতর যে পটকা থাকে সেগুলি দিয়ে জীবনদায়ী ঔষধ তৈরি করা হয়। কিন্তু এই মাছের ডিমের দাম খুব একটা বেশি নয়। তা সত্ত্বেও যেহেতু মাছের পটকার দিয়ে জীবনদায়ী ঔষধ তৈরি হয় তাই এত দাম রয়েছে। আর মাছের ডিম বিদেশেও রফতানি করা হয়। পরপর দু'দিন দীঘা মোহনায় এতগুলি তেলিয়া ভোলা দেখে আনন্দিত পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারাও। আজও চোখে পড়ার মতো ভিড় ছিল দীঘায় ৷ পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা ছবি তুলতে ব্যস্ত সকলেই।

ABOUT THE AUTHOR

...view details