পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নদী সংলগ্ন খালে স্নানে নেমে তলিয়ে গেল কিশোর

ঘটনার খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ ও মহিষাদল বিধানসভার বিধায়ক তিলককুমার চক্রবর্তী ঘটনাস্থলে আসেন । ডুবুরি নামিয়ে দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর বিশ্বনাথের মৃতদেহ উদ্ধার হয় ৷

teenager-drowned-in-the-canal-when-bathing
teenager-drowned-in-the-canal-when-bathing

By

Published : Jun 27, 2021, 10:30 PM IST

মহিষাদল, 27 জুন : স্নানে নেমে খালের জলে তলিয়ে গেল কিশোর ৷ পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার গাজিপুর এলাকার ঘটনা । ভরা জোয়ারে টইটুম্বুর নদীর খালে স্নান করতে নেমে মৃত্যু হল বিশ্বনাথ বেরার (15) ।

কয়েক দিন আগে বিশ্বনাথ গাজিপুরে তার মামা বাড়িতে বেড়াতে আসে । রবিবার দুপুরে রূপনারায়ণ নদী সংলগ্ন খালে কয়েকজন বন্ধুর সঙ্গে স্নান করতে নামে সে ৷ তখনই তলিয়ে যায় ৷ ঘটনার খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ ও মহিষাদল বিধানসভার বিধায়ক তিলককুমার চক্রবর্তী ঘটনাস্থলে আসেন । ডুবুরি নামিয়ে দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর বিশ্বনাথের মৃতদেহ উদ্ধার হয় ৷ পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে হলদিয়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।

মৃতের মামার বাড়ির এক সদস্য মোহন বর্মন বলেন, "মহিষাদলের আটকিনা এলাকায় বাড়ি বিশ্বনাথ বেরার ৷ সে মামাবাড়িতে বেড়াতে এসেছিল । আংশিক প্রতিবন্ধী ছিল । বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে জোয়ারের স্রোতে তলিয়ে যায় ।"

ABOUT THE AUTHOR

...view details