কোলাঘাট, 18 ডিসেম্বর : ট্রাকের ধাক্কায় যুবতির মৃত্যু ৷ কোলাঘাটের কাছে পদমপুর গ্রামের ঘটনা ৷ ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা ৷ ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ৷
মৃত যুবতির নাম মিতা মান্না (19) ৷ বাড়ি সাগরবার এলাকার বড়দানান গ্রামে ৷ দ্বাদশ শ্রেণির ছাত্রী মিতা সকালে টিউশন পড়তে গেছিলেন ৷ সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে ৷ সামনে থেকে আসা একটি বালি বোঝাই ট্রাক পিষে দেয় তাঁকে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ ক্ষিপ্ত জনতা ট্রাকটির পিছনে দৌড়ায় ৷ পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থান থেকে কিছুটা দূরে ট্রাকটিকে রেখে পালিয়ে যায় চালক ও খালাসি ৷ এরপর ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয় স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় তমলুক জেলা হাসপাতালে ৷