পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিকল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছটি ইউনিট, রাজ্যে বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা - technical fault in kolaghat thermal power station

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কেন্দ্রের মোট ছ'টি ইউনিটের মধ্যে একটি ইউনিট আজ সকাল থেকে চলছিল । সেখান থেকেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল রাজ্যজুড়ে । ফলে তাপবিদ্যুৎ কেন্দ্রের হাইভোল্টেজ ট্রান্সফরমারে তৈরি হয় চাপ । আর সেই চাপ সহ্য না করতে পেরে উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমারটির গ্রেনেট ব্লাস্ট করে । বন্ধ হয়ে যায় বিদ্যুৎ বণ্টনের কাজ ৷

ছবি

By

Published : Oct 25, 2019, 9:25 PM IST

কোলাঘাট, 25 অক্টোবর : সন্ধ্যায় কিছুক্ষণের জন্য অন্ধকারে ডুবল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ও সংলগ্ন এলাকা ৷ ছ'টি ইউনিটের মধ্যে সকাল থেকে চালু ছিল মাত্র একটি ইউনিট ৷ একটি ইউনিটের উপর যাবতীয় চাপ পড়ায় ওভারলোড হয়ে ট্রান্সফর্মারের গ্রেনেট ব্লাস্ট করে ৷ এর জেরে সন্ধ্যা 6 টা 49 মিনিট নাগাদ অন্ধকারে ডুবে যায় কোলাঘাট ৷ যদিও আপাতত পরিস্থিতি স্বাভাবিক বলেই দাবি করা হয়েছে ৷

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কেন্দ্রের মোট ছ'টি ইউনিটের মধ্যে একটি ইউনিট আজ সকাল থেকে চলছিল । সেখান থেকেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল রাজ্যজুড়ে । ফলে তাপবিদ্যুৎ কেন্দ্রের হাইভোল্টেজ ট্রান্সফরমারে তৈরি হয় চাপ । আর সেই চাপ সহ্য না করতে পেরে উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমারটির গ্রেনেট ব্লাস্ট করে । বন্ধ হয়ে যায় বিদ্যুৎ বণ্টনের কাজ ৷

এই বিষয়ে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারাল ম্যানেজার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানিয়েছেন, একটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ বণ্টনের জন্য ট্রান্সফরমারে ব্যাপক চাপ পড়ে৷ তাই গ্রেনেট ব্লাস্ট করে যায় । তড়িঘড়ি সেই ট্রান্সফরমার সরানো হয়েছে। আধ ঘণ্টা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ বণ্টন ৷

তবে শুধুমাত্র একটিই ইউনিট কি কাজ করবে কালী পুজোয় ? যদি তা হয়, তাহলে যদি সেটি আজকের মতো ফের বিকল হয়ে যায়, তাহলে কী হবে, আশঙ্কাও থেকেই যাচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details