পাঁশকুড়া, 19 জুন : রাজ্যে বর্ষা এখনও পুরোপুরি ঢোকেনি । প্যাচপ্যাচে গরমে প্রাণ ওষ্ঠাগত । এরই মধ্যে গতকালকের ঘণ্টা খানেক বৃষ্টি । ক্ষণিকের জন্য স্বস্তি দিয়েছে জেলাবাসীকে । তারই মধ্যে নতুন আতঙ্ক দেখা দিয়েছে পাঁশকুড়া থানার হাউর গ্ৰামে । আতঙ্কের নাম ট্যারান্টুলা । ক্ষিরাই নদী সংলগ্ন এই গ্রামে প্রতিবছরই বর্ষার সময় ট্যারান্টুলার আতঙ্ক ছড়ায় । যদিও জেলা বন আধিকারিকের তরফে মাকড়সাটি ট্যারান্টুলা নয়, লোমশ মাকড়সা বলেই জানানো হয়েছে ।
গতকাল বিকেলে বৃষ্টির পর রাতে এলাকার বেশকিছু বাড়িতে দেখা যায় ওই মাকড়সা । রাত দশটা নাগাদ পীযূষ ঘোষ নামে এক গৃহশিক্ষকের বাড়িতে দেখা যায় ওই মাকড়সা । পীযূষবাবু তাঁর ছেলে প্রান্তিককে নিয়ে সেই সময় খেতে বসেছিলেন । তখনই মাকড়সাটি প্রান্তিকের খুব কাছে চলে আসে । মাকড়সাটি দেখেই ভয়ে প্রান্তিক চিৎকার শুরু করলে পীযূষবাবু কোনও রকমে মাকড়সাটিকে একটি ঝাঁটা দিয়ে সরিয়ে নিয়ে যান । আর তাতেই মারা যায় ওই মাকড়সাটি । দিন কয়েক আগেও এলাকার বাসিন্দা নির্মল পাল ও মানস রায়ের বাড়িতে দেখা মেলে ওই একই ধরনের মাকড়সা । বর্ষা শুরু হতেই গ্রামে ফের মাকড়সার দেখা মেলায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা ।