কাঁথি, 27 মে : উচ্চমাধ্যমিকে দ্বিতীয় হয়েছে পূর্ব মেদিনীপুরের তন্ময় মাইকাপ । তার প্রাপ্ত নম্বর 496 । তন্ময় বাজকুল বলাইচন্দ বিদ্যাপীঠের ছাত্র ।
সবচেয়ে বেশি অনুপ্রেরণা বই, বলল দ্বিতীয় স্থানাধিকারী তন্ময় - উচ্চমাধ্যমিক
496 নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে দ্বিতীয় হয়েছে পূর্ব মেদিনীপুরের তন্ময় মাইকাপ । সে বাজকুল বলাইচন্দ বিদ্যাপীঠের ছাত্র ।
তন্ময় মাইকাপ
তন্ময় বলে, "পড়াটাকেই সবচেয়ে বেশি ভালোবাসতাম । দিনে পড়তাম 10 থেকে 12 ঘণ্টা । সবচেয়ে বেশি অনুপ্রেরণা ছিল বই ।"
তন্ময় আরও বলে, "এই রেজ়াল্টের জন্য মা-বাবা ও স্কুলের প্রধানশিক্ষকের অবদান সবচেয়ে বেশি । ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়তে চাই ।"
Last Updated : May 27, 2019, 2:42 PM IST