তমলুক, 13 জানুয়ারি : রবিবার বেলা সাড়ে দশটা নাগাদ বাপের বাড়ি থেকে এসে রান্নার জোগাড় করেছিল মানসী । অভিযোগ, হঠাৎই পিছন দিক থেকে তাঁর উপর আক্রমণ করে মন্টু । হাঁসুয়া দিয়ে কেটে দেয় তাঁর গলার নলি । যন্ত্রণায় মানসী লুটিয়ে পড়েন মাটিতে । তারপরও বাঁচার চেষ্টা করেন তিনি । কিন্তু, শেষ রক্ষা হয়নি । ঝুপড়ির সামনে রাস্তার ধারে পড়ে থাকে তাঁর নিথর দেহ । এই ঘটনায় স্বামী মন্টু রানাকে গ্রেপ্তার করে পুলিশ । প্রথমে অস্বীকার করলেও জেরায় আজ খুনের কথা স্বীকার করে নেয় মন্টু ।
উল্লেখ্য, ছ'বছর আগে মন্টু রানার সঙ্গে বিয়ে হয় মানসীর (21) ৷ তাদের সাড়ে তিনবছরের এক মেয়েও রয়েছে ৷ এরই মধ্যে তমলুকের ভুবনেশ্বরের বাসিন্দা সনাতন জানার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মানসীর ৷ এক বছর আগে মন্টু এই সম্পর্কের কথা জানতে পারেন ৷ পুলিশ সূত্রে খবর, স্ত্রীর পর পুরুষের সঙ্গে সম্পর্কের বিষয়টি মেনে নিতে না পেরেই খুনের পরিকল্পনা করে মন্টু । সে মানিকতলার বাজারের একটি দোকান থেকে হাঁসুয়া কেনে । সেই হাঁসুয়া দিয়েই মানসীকে খুন করে ৷ ভেবেছিল সনাতন যেহেতু স্বামীর পরিচয়ে মানসীর সঙ্গে থাকছিল তাই একমাত্র তার উপরই খুনের দায় চাপবে । পুলিশও দু'জনকেই গ্রেপ্তার করে । অবশেষে আজ জেরায় খুনের কথা স্বীকার করে মন্টু ।