তমলুক,27 অগাস্ট : ক্রমাগত বৃষ্টির জেরে জলমগ্ন পূর্ব মেদিনীপুরের তমলুক জেলা হাসপাতাল চত্বর । গতরাত থেকে ক্রমাগত বৃষ্টির জেরে সকাল থেকে জলমগ্ন হাসপাতালের একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান প্রবেশ পথ ৷ বহিঃবিভাগ, ইমার্জেন্সি বিভাগ ও প্রসূতি বিভাগের সামনে সকাল থেকে প্রায় হাঁটু সমান জল ৷ ফলে সমস্যার সম্মুখীন হচ্ছে রোগী ও তার পরিবারের সদস্যরা ৷
বৃষ্টিতে জলমগ্ন তমলুক জেলা হাসপাতাল চত্বর - পূর্ব মেদিনীপুর
গতকাল রাত থেকে ক্রমাগত বৃষ্টির জেরে বহিঃবিভাগ, ইমার্জেন্সি বিভাগ ও প্রসূতি বিভাগের সামনে সকাল থেকে প্রায় হাঁটু সমান জল ৷ ফলে সমস্যায় পড়েছে তমলুক জেলা হাসপাতালে আসে রোগী ও তার পরিবারের সদস্যরা ৷
মূলত অগাস্টের মাঝামাঝি থেকে ক্রমাগত বৃষ্টির জেরে প্লাবিত হয় রূপনারায়ণ নদের জল ৷ যার জেরে তমলুক পৌরসভার নদী তীরবর্তী কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে ৷ সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার বাসিন্দাদের ৷ এরপরই ফের ভারী বৃষ্টির জেরে এবার জেলা সদর হাসপাতাল জলমগ্ন হয়ে পড়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ৷ যদিও জল বের করার জন্য বসানো হয়েছে পাম্প ৷ জোরকদমে চলছে কাজ ৷
আজ সকাল থেকে হাসপাতাল চত্বর জলমগ্ন থাকায় সমস্যায় পড়েছে এলাকাবাসী ৷ স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, হাসপাতাল চত্বরে নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে । ভারী বৃষ্টি হলে জল জমে যায় হাসপাতাল চত্বরে ৷ নিকাশি ব্যবস্থা ঠিকমতো কাজ না করায় প্রতি বছর বর্ষার সময় হাঁটু সমান জল দাঁড়ায় । প্রশাসনের কাছে একাধিকবার এই সমস্যা সমাধানের আবেদন জানানো হয়েছে । কিন্তু এখনও পর্যন্ত সমাধান হয়নি ৷