তমলুক,১২ জুন: প্রায় তিন মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে খুলছে ৫১ পীঠের অন্যতম পিঠ বর্গভীমা মায়ের মন্দির । সরকারি নির্দেশিকা মেনে মন্দির কমিটি তীর্থস্থানটি খোলার সিদ্ধান্ত নিলেও মন্দিরের গর্ভগৃহে এখনই প্রবেশ করতে দেওয়া হবে না ভক্তদের । সুরক্ষা বিধি মেনে স্যানিটাইজ় টানেলের মধ্য দিয়ে প্রবেশ করে নাট মন্দির থেকেই পুজো দিতে হবে মাকে । মিষ্টান্ন দিয়ে পুজো দেওয়া হলেও আপাতত পুষ্পাঞ্জলি ও ভোগ প্রদান বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে মন্দিরের তরফে ।
তমলুকের বর্গভীমা দেবীর মন্দির ৫১ পীঠের মধ্যে অন্যতম । যে কারণে জেলা তো বটেই পার্শ্ববর্তী জেলাগুলো থেকে প্রতিদিন হাজারো ভক্তের সমাগম ঘটত মন্দিরে । কিন্তু জমায়েতে কোরোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করে সরকারের তরফে মন্দিরগুলিতে ভক্ত সমাগমের নিষেধাজ্ঞা জারি হয় । সেই মতো প্রায় তিন মাস ধরে বন্ধ ছিল তমলুকের বর্গভীমা দেবীর মন্দির । আনলকের প্রথম দফায় লকডাউন বেশ কিছুটা শিথিল করেছে সরকার । পয়লা জুন থেকে মন্দির মসজিদ সহ ধর্মীয় স্থান গুলি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । আর তারপরই গতকাল সেই নির্দেশিকা অনুযায়ী মন্দির কমিটি তাদের বৈঠকে আগামীকাল থেকে এই মন্দির খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় । তবে , আজ সকালে ভক্তদের জন্য মন্দির না খোলা হলেও , চলছে দেবীর মহাস্নানের অনুষ্ঠান । দিনভর জুড়ে ভক্তদের মঙ্গলকামনায় আয়োজন করা হয়েছে বিশেষ মহাযজ্ঞের । সারাদিন ধরে সেই বিশেষ পুজো সম্পন্ন হওয়ার পরেই আগামীকাল থেকে ভক্তদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মায়ের মন্দির । কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১২টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে মন্দির । তবে এই মুহূর্তে ভক্তদের ভোগ ও পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যবস্থা আপাতত বন্ধ রাখা হচ্ছে । দীর্ঘদিন পরে মন্দির খুলে যাওয়ায় খুশি বর্গভীমা মায়ের ভক্তকূল ।