ভগবানপুর, 26 জানুয়ারি : কোরোনায় বাংলার চিকিৎসকদের মৃত্যুর জন্য এবার সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করলেন শুভেন্দু অধিকারী৷ মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপির এক জনসভায় তিনি এই অভিযোগ তোলেন৷ তাঁর দাবি, কোরোনার জেরে বাংলায় 18 শতাংশ চিকিৎসক মারা গিয়েছেন৷ তার কারণ, চিকিৎসকদের পিপিই কিটের বদলে রেইন কোট দেওয়া হয়েছিল৷ বিজেপির এই নেতার দাবি, এর থেকেও কাটমানি নিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা৷
গত বছরের 19 ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠের সভায় বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী৷ সেদিন মঞ্চে উপস্থিত বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সামনে স্লোগান তুলেছিলেন, ‘‘তোলাবাজ ভাইপো হটাও৷’’ তার পর থেকে সময় যত এগিয়েছে, ততই তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়াচ্ছেন কাঁথির অধিকারী বাড়ির মেজো ছেলে৷ পালটা দিচ্ছেন অভিষেকও৷
তবে কেউ কোথাও কারও নাম মুখে আনছেন না৷ কিন্তু দু’জনের রাজনৈতিক তরজা প্রায় রোজই হচ্ছে৷ রবিবার দক্ষিণ 24 পরগনার কুলতলিতে সভা করে শুভেন্দুর সমালোচনা করেছিলেন অভিষেক৷ তার পালটা সোমবার তমলুকে একপ্রস্থ শুভেন্দুও অভিষেককে আক্রমণ করেন৷ মঙ্গলবারও ভগবানপুরের দ্বারিবেরিয়ার সভা থেকেও অভিষেকের বিরুদ্ধে সেই একই অভিযোগগুলি করতে শোনা যায় বিজেপির এই নেতাকে৷